আয়নাবাজির প্রথম গান ইউটিউবে (ভিডিও)
আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০১৬
কনটেন্ট ম্যাটার্সের প্রযোজনায় ছবির মূল কাহিনি ও ভাবনা গাউসুল আলম শাওনের। চিত্রনাট্য লিখেছেন অনম বিশ্বাস ও গাউসুল আলম শাওন। ছবির টাইটেল গানটি করেছেন চিরকুট ব্যান্ড।