কুমিল্লার আব্দুল খালেক পেলেন জাতীয় শুদ্ধাচার পুরস্কার

ডেস্ক রিপোর্ট:
শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে পরিপূর্ণ সততা,স্বচ্ছতা ও একনিষ্ঠসেবায় প্রশংসনীয় অবদান রাখায় ২০২০-২০২১ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড,কুমিল্লার সেকশন অফিসার মো: আব্দুল খালেককে শুদ্ধাচার পুরস্কারে ভূষিত করা হয়েছে।
শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে কৃতিত্বপূর্ন অবদানের স্বীকৃতী স্বরুপ তাঁকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবর্তিত “জাতীয় শুদ্ধাচার পুরুষ্কার-২০২০-২০২১” প্রদান করা হয়েছে।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে মো: আব্দুল খালেক বলেন, এ ধরণের পুরস্কার প্রাপ্তি নিঃসন্দেহে গৌরবের। এ পুরস্কার আমার পথচলাকে আরো মহিমান্বিত করবে এবং বাংলাদেশে নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে কাজ করতে সাহসী করবে।
মো: আব্দুল খালেকের এই শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।