কুমিল্লার সদর দক্ষিণে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৯

রকিবুল হাসান রকিঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বুধবার (১ জুলাই) ২ জনসহ মোট ১০৯ জন করোনায় আক্রান্ত হয়েছে।
জানা যায় আজ করোনায় আক্রান্ত হয়েছে,উপজেলা কমপ্লেক্সের ১ জন,গলিয়ারা ইউনিয়নের ঢুলিপাড়ার ১ জন।
এছাড়াও আজ সুস্থ হয়েছে ৪ জন।
সদর দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আশরাফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর দক্ষিণে এখন পর্যন্ত ৬৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট এসেছে ৫৯৪ জনের। এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছে ১০৯ জন। সুস্থ হয়েছে মোট ৫১ জন এবং মৃত্যুবরণ করেছে ১ জন।