কুমিল্লায় ফুটপাত দখলমুক্ত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযান

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা নগরীর বিভিন্ন জায়গার ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা অভিযান পরিচালনা করছে কুমিল্লা জেলা প্রশাসন।
নগরীর জন গুরুত্বপূর্ণ নিউমার্কেট এলাকা থেকে অবৈধ স্থপনা উচ্ছেদে কাজ করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন ও সিটি কর্পোরেশনের সমন্বিত দল।
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে কুমিল্লা নগরীর টমছমব্রীজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মোঃ আবু সায়িদ চৌধুরী।
নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট মোঃ আবু সায়িদ চৌধুরী বলেন, জেলা আইন শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক নগরীর ফুটপাত দখলমুক্ত করতে এক মাসব্যাপী অভিযান অব্যাহত আছে এবং জনস্বার্থে যতদিন ফুটপাত দখলমুক্ত না হয়, ততদিন এ অভিযান অভ্যাহত থাকবে।