রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

'খুব শিগগিরই আমি পর্নস্টার হব'

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১০, ২০১৬

santoni
সংবাদমাধ্যমে একটি বিতর্কিত সাক্ষাৎকারকে কেন্দ্র করে এখন শিরোনামে সানি লিওন। ওই ঘটনার পর থেকেই সানির পাশে দাঁড়িয়েছে পুরো বলিউড। এমনকী, সানির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন খোদ আমির খান। দিনকয়েক আগে আমিরের সঙ্গে লাঞ্চও সারেন সানি। ফলে স্বাভাবিকভাবেই প্রচারের সমস্ত আলো কেড়ে নিয়েছেন সানি। আর এ নিয়েই এবার মুখ খুললেন রাখি সাওয়ান্ত। জানালেন, খুব শিগগির তিনি পর্নস্টার হবেন।

সানি লিওনের সঙ্গে রাখির শত্রুতার কথা বি টাউনে কারও অজানা নয়। একাধিকবার রাখি সানির বিরুদ্ধে মুখও খুলেছেন। কখনও রাখিকে দেশ থেকে বের করে দিতে বলেছেন তো কখনও আবার সানিকে ব্যান করে দেওয়ার আর্জিতে সরব হয়েছেন। বলিউডে পা রাখার পর থেকেই প্রচারের সমস্ত আলো কেড়ে নিয়েছেন সানি। ফলে রাখির সানির উপর রাগ হওয়াটাও স্বাভাবিক। সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দেন রাখি। সেখানেই সানি লিওনের সঙ্গে আমির খানের কাজ করতে আগ্রহের বিষয়ে রাখিকে জিজ্ঞাসা করা হয়। তারই উত্তরে রাখি বলেন, ‘আমির খান সানি লিওনকে…শোনো একটা ভালো খবর আজ আমার কাছে আছে। রাখি সাওয়ান্ত খুব তাড়াতাড়ি পর্নস্টার হবেন।

সূএ: কালের কণ্ঠ

আর পড়তে পারেন