সড়ক দূর্ঘটনায় নিহত চৌদ্দগ্রামের ব্যাংক কর্মকর্তা সুমনের দাফন সম্পন্ন
স্টাফ রিপোর্টার ঃ
গত সোমবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত নেয়ামত হোসেন সুমনের (৩৮) দাফন সম্পন্ন হয়েছে।
সে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন সোনাপুর গ্রামের মৃত নিজাম চৌধুরী’র একমাত্র পুত্র এবং মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের অফিসার।
মঙ্গলবার (০৫ ফেব্রুয়ারি) বাদ জোহর সোনাপুর মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। এদিকে সুমনের মৃত্যুতে তার স্ত্রী, মাতা ও একমাত্র সন্তান পাগলপ্রায়। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।
উল্লেখ্য গত সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকায় এক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয় সুমন। পরে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।