শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

হিযবুত তাহরির সাথে জড়িতের অভিযোগে রূপসী বাংলা কলেজের সাবেক প্রভাষক গ্রেফতার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৪, ২০২৫
news-image

 

স্টাফ  রিপোর্টার:

হিযবুত তাহরির সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে  কুমিল্লা রূপসী বাংলা কলেজের সাবেক জুনিয়র প্রভাষক মো: আবু তাহের সাগরকে  গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৭ মার্চ তাকে কুমিল্লা নগরীর কান্দিরপাড়  এলাকা থেকে  আটক করে আদালতে পাঠানো হয়। আদালত তাকে ২ রিমান্ডে পাঠানোর সিদ্ধান্ত নেয়।

আবু তাহের সাগর  কুবির সাবেক শিক্ষার্থী । তিনি কুমিল্লা রুপসি বাংলা কলেজের একজন প্রভাষক  হিসেবে কর্মরত ছিলেন। তাকে আটক করার পর কলেজ থেকে তার স্বেচ্ছায় অব্যাহতি নেয়ার  একটি  চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া যায়। সেখানে তাকে ২৪ ফেব্রুয়ারি চাকরি থেকে অব্যাহতি দেয়ার কথা উল্লেখ্য রয়েছে।

এ বিষয়ে জানতে রূপসী বাংলা  কলেজের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে  শুক্রবার দুপুরে কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ জানান, তার দুই দিনের রিমান্ড গৃহিত হয়েছে। তবে এখনো তাকে রিমান্ডে আনা হয় নি।

আর পড়তে পারেন