বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আশায় বুক বেঁধেছি: ভালো থাকুক বাংলাদেশ

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩০, ২০২০
news-image

 

আজিম উল আহসানের ফেসবুক পেজ থেকেঃ

কল্পনা করুন, আপনাকে এলাকার একজন রিক্সাওয়ালার সাথে ট্যাগ করে দেওয়া হলো ১৫ দিনের জন্য। তার সাথে তিনবেলা খাবেন, ভাত-পানি-চা-নাস্তা, সে যেখানে খায় আর কি। এবং ঘুমাবেন তার পরিবেশেই। আপনার পরিণতি কি হবে? হতে পারে হেপাটাইটিস-এ,বি, সি সহ সব ভয়াবহ রোগ বা অন্তত:পক্ষে ডায়রিয়া, হতে পারে টাইফয়েড! কিন্ত সেই রিক্সাওয়ালা? সে তো দিব্যি সুস্থ!

এইবার আপনার সাথে একজন অস্ট্রেলিয়ান বা জাপানিজ ট্যাগ করে দেওয়া হলো। সে খেলো আপনার খাবার-পানি- নাস্তা। বেচারার পেট খারাপ হয়ে অসুস্থ হতে ১৫ দিন সময় লাগবে না!

আশার কথা এখানেই। রোগ এবং তার বিস্তার ও কার্যকারিতা স্থান-কাল-পাত্র ভেদে বিভিন্ন। ইতালি আর বাংলাদেশ এক নয়।

কুমিল্লায় মার্চ এর ১ থেকে ২৭ তারিখ পর্যন্ত প্রায় ৭০টি দেশ থেকে প্রবাসীরা এসেছে প্রায় ১৬ হাজার। এদের প্রায় ৮০ ভাগের কোয়ারেন্টাইন টাইম প্রায় শেষ হতে চলেছে। বুঝলাম, তাদের কারো করোনা টেস্ট হয়নি, তাই জানা হয়নি কতজন আক্রান্ত। কিন্তু কোন মৃত্যুর সংবাদতো শুনি নাই আমরা। অনেকেই হয়তো নীরব যুদ্ধে জিতে গেছেন করোনার সাথে।আল্লাহর অশেষ করুণায় আমরা হয়তো বেঁচে যাবো এ যাত্রা, কারণ যাই হোক না কেন। দম বন্ধ করে বসে আছি আরেকটা সপ্তাহ পার হবার অপেক্ষায়….।

আশায় বুক বেঁধেছি। আল্লাহ পরম ক্ষমাশীল!

লেখক:

মোঃ আজিম উল আহসান

অতি: পুলিশ সুপার

কুমিল্লা ডিএসবি।

আর পড়তে পারেন