বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণচেষ্টা ও প্রকাশ্যে ধর্ষণের হুমকি

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১৭, ২০২১
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় এক বীর মুক্তিযোদ্ধার মেয়েকে ধর্ষণচেষ্টা ও প্রকাশ্যে ধর্ষণের হুমকির অভিযোগে মো. মাহমুদুল হাসান টিটু (৪৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ মার্চ) সন্ধ্যায় অভিযুক্ত মাহমুদুল হাসান টিটুকে গ্রেফতার করেছে বুড়িচং থানা পুলিশ।

গত ১৯ ফেব্রুয়ারি আদালতে করা মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত মাহমুদুল হাসান টিটু প্রায় ওই নারীকে উত্ত্যক্ত করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। সবশেষ ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই নারীর বাড়িতে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে বেশ কয়েকজন এগিয়ে আসেন। পরে অভিযুক্ত টিটু তাকে জখম করে পালিয়ে যান। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

ঘটনার পর আদালতের শরণাপন্ন হন ওই নারী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে মামলা করেন তিনি। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটি তদন্ত করছেন বুড়িচং থানার উপ-পরিদর্শক (এস আই) বিনোদ।

এদিকে, ঘটনার বেশ কয়েকটি ভিডিও ধারণ করেন নির্যাতনের শিকার ওই নারীর মেয়ে। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী ওই নারীকে অভিযুক্ত টিটু প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করছেন। এক পর্যায়ে ওই নারীকে ধর্ষণের হুমকি দেন। এসময় উপস্থিত অনেকে টিটুকে শান্ত করার চেষ্টা করেন। ভিডিওতে ভুক্তভোগী নারীর মেয়েকে বলতে শোনা যায়, ‘এর আগেও আপনি আমার মাকে গালিগালাজ করেছেন। গায়ে হাত তুলেছেন। নির্যাতন করেছেন।’

মঙ্গলবার ভুক্তভোগী ওই নারী জানান, ‘আমার স্বামী বাড়িতে না থাকার সুযোগে টিটু আমাকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেন। পরবর্তী সময়ে আমার বাড়িতে প্রবেশ করে যৌন নির্যাতনের চেষ্টা করেন। আমি মুক্তিযোদ্ধা কমান্ডারের মেয়ে হয়েও বর্তমানে নিরুপায়। দেয়ালে পিঠ ঠেকে গেছে। মান-সম্মান শেষ হয়ে গেছে। এছাড়া আমার স্বামীর বিরুদ্ধে পাঁচটি ষড়যন্ত্রমূলক মামলা দিয়েছেন টিটু।’

ভুক্তভোগী ওই নারীর স্বামী জানান, পারিবারিক বিরোধের জেরে তাদেরকে প্রায়ই হয়রানি করা হচ্ছে। বিশেষ করে তার স্ত্রী ও মেয়েকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। অভিযুক্ত টিটুর পক্ষে স্থানীয় প্রভাবশালী এক নেতা কাজ করতে পারেন বলে জানান তিনি। তার বিরুদ্ধে পাঁচটি মিথ্যা মামলা হলেও টিটুর বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ আমলে নেয় না। নিরুপায় হয়ে এবার আদালতের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এস আই বিনোদ জানান, মামলার তদন্ত চলছে। সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ চলছে, কয়েকজন বাকি আছে। সাক্ষ্য নেয়া শেষ হলে আদালতে চার্জশিট দেয়া হবে।

আর পড়তে পারেন