শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ৮ বছরের সাজা এড়াতে ১২ বছর পলাতক, তবুও হলো না শেষ রক্ষা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৯, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না দেলোয়ার হোসেন (৪৮) নামের এক আসামির। মঙ্গলবার (৮ নভেম্বর) রাতে প্রবাস থেকে বাড়ি ফেরার পর পুলিশ তাকে গ্রেফতার করে।

দেলোয়ার হোসেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মান্দারি গ্রামের আমির হোসেনের ছেলে।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, ২০০৮-২০০৯ সালে মাদকসহ গ্রেফতার হওয়ার পর জামিনে বের হয়ে ভারতে চলে যান দেলোয়ার। ২০১৪ সালে দুই মামলার রায়ে তাকে তিন বছর এবং পাঁচ বছরের সাজা দেন আদালত। সাজা এড়াতে ভারতে গিয়ে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এলাকায় বসবাস শুরু করেন দেলোয়ার। মাঝে মাঝে বাড়িতে এলেও অবস্থান করতেন না।

এ বিষয়ে ওসি দেবাশীষ জানান, গ্রেফতারের পর দেলোয়ার নিজেকে স্ট্রোকের রোগী পরিচয় দিয়ে অসুস্থতার ভান করেন। পরে আমরা তাকে উপজেলা হাসপাতালে নিয়ে ডাক্তার দেখাই। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান। বুধবার দুপুরে তাকে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

আর পড়তে পারেন