বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুসিকের আরো ৬ কাউন্সিলর শপথ নিলেন

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৯, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নবনির্বাচিত ৬ জন কাউন্সিলর শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৮ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তার কার্যালয়ে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
গত ১২ মে কুসিক মেয়র মনিরুল হক সাক্কু ও ২৯ জন কাউন্সিলরের শপথ গ্রহণ করেন।
জানা যায়, কুসিকের সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের ৩৬ জন কাউন্সিলরের মধ্যে শপথ হয়নি এমন সাতজন কাউন্সিলর রয়েছেন। এদের মধ্যে ছয়জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন। তারা হলেন- সাধারণ ১ নং ওয়ার্ডের কাজী গোলাম কিবরিয়া, ৮নং ওয়ার্ডের মোহাম্মদ একরাম হোসেন বাবু, ২১ নং ওয়ার্ডের কাজী মো. মাহবুবুর রহমান ও ২৭ নং ওয়ার্ডের আবুল হাসান এবং সংরক্ষিত ৭ নং ওয়ার্ডের উম্মে সালমা ও ৯ নং ওয়ার্ডের রুবী আক্তার।
এ ছয়জন কাউন্সিলরের মধ্যে একরামুল হক বাবু ও গোলাম কিবরিয়া মামলায় গ্রেফতার হয়ে কুমিল্লা কারাগারে ছিলেন। তারা দুইজন প্যারোলে মুক্ত হয়ে শপথ অনুষ্ঠানে অংশ নেন।
এদিকে গেজেট প্রকাশ না হওয়ায় ৬ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোশাররফ হোসেন শপথ নিতে পারেননি।

আর পড়তে পারেন