শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

খুলনা টাইটান্সের হয়ে বিপিএল মাতাবেন চৌদ্দগ্রামের অংকন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৯, ২০১৮
news-image

স্টাফ রিপোর্টার ঃ

আসন্ন  বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) মাতাবেন চৌদ্দগ্রামের কৃতিসন্তান, তরুন উদীয়মান উইকেটকিপার ব্যাটস্ম্যান মাহিদুল ইসলাম অংকন।

সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে।রবিবার (২৮ অক্টোবর) ঢাকার একটি ভিআইপি রেষ্টুরেন্টে আয়োজিত নিলামে খুলনা টাইটান্সের হয়ে খেলার সুযোগ পান অংকন।

নিলাম ড্র্যাফ্ট এ খুলনার হয়ে আরও খেলার সুযোগ পেয়েছেন; জহিরুল ইসলাম অমি, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোঃ আলআমিন, শুভাসিস রায়, জুনায়েদ সিদ্দীক, তানভীর ইসলাম। এছাড়াও পুরাতনদের মধ্যে রয়েছেন; মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, কার্লোস ব্র্যাথওয়েট, ডেভিড মালান, আলি খান।

এদিকে চৌদ্দগ্রামের ছেলে অংকন বিপিএলে সুযোগ পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন চৌদ্দগ্রামের ক্রিকেটপ্রেমীসহ বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ। চৌদ্দগ্রামের সাউথ আফ্রিকা প্রবাসী মইন উদ্দিন (মাহি) জানান, শিল্পপতি, শিক্ষাবিদসহ অনেক গুণীজনের জন্ম চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নে। বিপিএলে সুযোগ পেয়ে ইতিহাস রচনা করেছেন কনকাপৈতের আরেক কৃতিসন্তান অংকন। আমরা কনকাপৈতবাসীসহ সমগ্র চৌদ্দগ্রামবাসি তার এ অর্জনে অত্যন্ত আনন্দিত।

আর পড়তে পারেন