শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ৫শত ছাড়ালো : মৃতের সংখ্যা ৪৩ জনে

আজকের কুমিল্লা ডট কম :
জুন ১৭, ২০২০
news-image

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ৩০ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। মৃতের সংখ্যা নতুন বেড়েছে ৪ জন। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়ালো।

বুধবার (১৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলাজুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৫০৮ জন। সুস্থ্য হয়েছেন ১শ’ ৪২জন।

নতুন আক্রান্তদের মধ্যে মতলব আইসিডিডিআরবি’র ৬ জন, চাঁদপুর সদরের ১৯ জন, ফরিদগঞ্জের ৪ জন ও হাজীগঞ্জের ১ জন রয়েছেন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৩ জন। বাকী ৩শ’ ২৩জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৩ জনের মধ্যে- চাঁদপুর সদরে নতুন ১ জনসহ ১২ জন, ফরিদগঞ্জে নতুন ২ জনসহ ৬ জন, হাজীগঞ্জে নতুন ১ জনসহ ১৩ জন, শাহরাস্তিতে ৩ জন, কচুয়ায় ৪ জন, মতলব উত্তরে ৪ জন ও মতলব দক্ষিণে ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৫০৮ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১৭৮, ফরিদগঞ্জে ৬১, মতলব উত্তরে ২৭, হাজীগঞ্জে ৬২, মতলব দক্ষিণে ৫৬, কচুয়ায় ২৮, হাইমচরে ৩৩ ও শাহরাস্তিতে ৬৩জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বুধবার সন্ধায় এক প্রেস নোটে জানান, চাঁদপুর থেকে দিনের পাঠানো নমুনা হলো ১৬৭টি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১০০টি। এর মধ্যে ৩০টি পজেটিভ ও ৭০টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৩৪৪০। এর বিপরীতে রিপোর্ট এসেছে ২৭০১টি। অপেক্ষমান রিপোর্ট ৭৩৯টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ২শত ২৬ জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ১শ’ ৮৬ জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪০জন। চিকিৎসাধীন ৩২৩ জনের মধ্যে হাসপাতালে ৩২ জন, ঢাকায় রেপার ৪ জন ও হোম আইসোলেশনে ২৮৭ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ২শ’ ৮৯জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৩ হাজার ৮শ’ ৩৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪৫০জন।

আর পড়তে পারেন