শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনার বাস উল্টে গিয়ে নিহত ১, আহত ৩০

আজকের কুমিল্লা ডট কম :
জুন ২৭, ২০১৯
news-image

স্টাফ রিপোর্টারঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনার বড় গোবিন্দপুরে ঢাকা থেকে ছেড়ে আসা হাজীগঞ্জগামী তিশা বাসের বেপোরায়া গতির কারনে ব্রেকফেল হয়ে সড়কে উল্টে ৩০ জন আহত হয়েছে।  তবে হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকেল পৌণে ৫ টায় বেপোরায়া ভাবে চালানোর কারনে বাসটিকে দুর্ঘটনার কবলে পড়ে।

প্রতোক্ষদর্শী কাজী সোহেল জানায়, গাড়িটি খুব তাড়াতাড়ি চলছিল। হঠাৎ ডান দিকের আইলেন এর উপরে উঠে বাম দিকে পড়ে যায়। । গাড়িতে থাকা এক যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসার পর বেপোরায়া গতির কারনে কয়েকবার দুঘর্টনা হইতে গিয়েও হয়নি, তারপরও তিনি গাড়ির স্পিড কমান নাই । আরেক যাত্রী কান্নাজড়িত কন্ঠে বলেন, চালক খুব বাজে ভাবে গাড়ি চালাচ্ছিলো । উনি খুব দ্রুতগতি সহ এলিয়ে দুলিয়ে গাড়ি চালাচ্ছিলো । তাই এখন আমাদের এই অবস্থা ।

হাইওয়ে পুলিশের এস আই মামুন জানান, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি এবং বাসের বেশিরভাগ যাত্রীকে আহত অবস্থায় দেখতে পেয়ে উপস্থিত জনতার সাহায্য নিয়ে হাসপাতালে পাঠাই ।

তবে স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে নেওয়ার পর একজন যাত্রীর মৃত্যু হয়েছে।

আর পড়তে পারেন