শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

চান্দিনায় মুফতী আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে মহাসড়কে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ২৩, ২০২০
news-image

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনা বাস স্টেশনে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কেন্দ্রীয় নেতা মুফতী আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে মানববন্ধন হয়।

রাজাপুরা দরবার শরীফের পীর আল্লামা শাহ্ মোহাম্মদ নাদিমুর রশিদ আল-কাদেরীর আহবানে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বৃষ্টি উপেক্ষা করে সুন্নী ওলামা ও সাধারণ মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চান্দিনা বাস স্টেশন থেকে শুরু হয়ে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে মুফতী আলাউদ্দিন জিহাদী’র মুক্তির দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ স্মারকলিপি গ্রহণ করেন।

সর্বস্তরের সুন্নী জনতা ও হুসাইনিয়া কমিটি চান্দিনা উপজেলা শাখার ব্যবস্থাপনায় ওই মানববন্ধনে বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার মেয়র মো. মফিজুল ইসলাম, ধামতী ইসলামিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম হেলালী, ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ গোলাম হায়দার হাসিব, কুমিল্লা জেলা সভাপতি কে.এম শামীম আহমদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক কে.এম নজরুল ইসলাম, মাওলানা এনামুল হক আল কাদেরী, মাওলানা মানসুর আহমদ রাজাপুরী, মাওলানা মুফতী কাজী মাহফুজুর রহমান রেজভী, ইসলামী ছাত্রসেনা চান্দিনা উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. জাবের হোসেন, মুফ্তী মবিন আনোয়ারী সুন্নী আল কাদেরী, চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদের সরকার, চান্দিনা পৌর যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন সরকার, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবু কাউছার প্রমুখ।

উল্লেখ্য, গত রবিবার (২০ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফীর মৃত্যু নিয়ে ফেইসবুকে স্ট্যাটাসের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে মুফতী আলাউদ্দিন জিহাদীকে গ্রেফতার করে ফতুল্লা থানা পুলিশ। এর আগে নারায়ণগঞ্জের হেফাজতে ইসলামের নেতা কামাল উদ্দিন দাইমী ফতুল্লা থানায় ওই মামলা দায়ের করেন।

 

আর পড়তে পারেন