শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

চৌদ্দগ্রামে নিখোঁজের আট দিনেও গৃহবধুর সন্ধান মিলেনি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৯, ২০১৮
news-image

আনিছুর রহমান, চৌদ্দগ্রামঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে নিখোঁজের আট দিনেও সন্ধান মিলেনি এক সন্তানের জননী শারমিন সুলতানার।

তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা গ্রামের ইউসুফ চৌধুরীর স্ত্রী ও একই ইউনিয়নের হাটবাইর গ্রামের প্রবাসী গিয়াস উদ্দিনের প্রথম মেয়ে।

এ ঘটনায় শারমিনের স্বামী ইউসুফ চৌধুরী থানায় একটি সাধারণ ডায়েরী(নং-১৯) করেছেন। দীর্ঘদিনেও শারমিনকে না পেয়ে প্রতিনিয়ত কান্নাকাটি করছে তার মা ছকিনা বেগম ও ছয় বছর বয়সী পুত্র ইসমাইল চৌধুরী অনন্ত।

জানা গেছে, শারমিন সুলতানা(২৩) সোমবার দুপুরে তার মা ছকিনা বেগমের জন্য ঔষুধ কিনতে হাটবাইর থেকে চৌদ্দগ্রাম বাজারে আসে। পরবর্তীতে রাতেও শারমিন বাড়িতে না ফেরায় তার মা ছকিনা বেগম জামাতা ইউসুফকে বিষয়টি অবহিত করেন। বন্ধ রয়েছে শারমিনের ব্যবহৃত দুইটি মোবাইল ফোনও। সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেও গতকাল সোমবার বিকেল পর্যন্ত তার সন্ধান না পেয়ে থানায় তার স্বামী একটি সাধারণ ডায়েরি করেছেন। কোন সহৃয়বান ব্যক্তিকে তার সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা বা ০১৮১৩৮২৮২৯৪ নাম্বারে অবহিত করতে অনুরোধ করেছে তার স্বামী ইউসুফ চৌধুরী।

আর পড়তে পারেন