শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে যারিফ আলী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২২, ২০১৭
news-image

জাকির হোসেন হাজারী,দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় যারিফ আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা-১৭ অনুষ্টিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার জুরানপুর আদর্শ কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় উপজেলার ১৮৪টি শিক্ষা প্রতিষ্টান থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশগ্রহন করেন।

২৩ ডিসেম্বর শনিবার মেঘনা উপজেলার ৬৩টি প্রতিষ্টান থেকে প্রায় তিন’শ ৮৫জন শিক্ষার্থী অংশ নেবে। এ দুই উপজেলায় শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থী এবং অবিভাবক ব্যাপক সাড়া জাগিয়েছে এ সংগঠনটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মো. সুবিদ আলী ভূঁইয়ার নাতি এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর(অবঃ) মোহাম্মদ আলী সুমনের পুত্র যারিফ আলী ২০০৭ সালের ২২ অক্টোবর রাজশাহী সেনানিবাস থেকে বাবা-মায়ের সাথে ঢাকা ফেরার পথে নাটোরের হাটিকুমরুল নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ হারান।

যারিফ আলী স্বৃতি বৃত্তির প্রধান পৃষ্টপোষক বেগম মাহমুদা ভূইয়া জানান, দাউদকান্দি ও মেঘনা উপজেলার কোমলমতী শিক্ষার্থীদের মান উন্নয়নের কথা চিন্তা করেই আমরা এ বৃত্তি চালু করেছি। ২০০৯ সাল থেকে দাউদকান্দি এবং ২০১৪ সাল থেকে মেঘনা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রতি বছর এ বৃত্তি প্রদান করে আসছি।

আর পড়তে পারেন