বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

দাউদকান্দির সাংবাদিকদের পিপিই দিলেন উপজেলা প্রশাসন

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ৩১, ২০২০
news-image

জাকির হোসেন হাজারীঃ
করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে নিরাপদে দায়িত্ব পালনের লক্ষ্যে কুমিল্লার দাউদকান্দিতে কর্মরত সাংবাদিকদের পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে।

৩১মার্চ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে করোনা ভাইরাস প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন সাংবাদিকদের জানান, করোনার প্রভাবে কর্মহীনদের খাদ্য সামগ্রী দেয়া শুরু করেছি। পাশাপাশি সচেতনতা লিফলেটসহ হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হচ্ছে। প্রতিটি ইউনিয়নে কর্মহীন লোকের তালিকা করা হচ্ছে। আমরা তাদের বাড়ীতে খাদ্য সামগ্রী পৌছে দেব। পরে করোনা ভাইরাস মোকাবিলায় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই),হ্যান্ড গ্লাস্প, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের হাতে তুলে দেন উপজেলা চেয়ারম্যান । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম খান, সহকারি কমিশনার (ভুমি) সেলিম শেখ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী ও প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব প্রমুখ।

আর পড়তে পারেন