বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নবীনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ৯, ২০১৯
news-image

 

মো. দেলোয়ার হোসেন, নবীনগর (ব্রা‏হ্মণবাড়িয়া) প্রতিনিধি;

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ তথ্য কমিশনের যৌথ আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা ইসলাম আল হাজীবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ তথ্য কমিশনের সচিব মো. তৌফিকুল আলম, প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (গ.প্র.প্র) ড. মো. আঃ হাকিম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান।

প্রধান আলোচক ড. আঃ হাকিম তাঁর দীর্ঘ সময়ের বক্তব্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক প্রেজেন্টশনের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন। পরে উন্মুক্ত প্রশ্ন-উত্তর পর্বে উপস্থিত থাকা সরকারি-বেসরকারি কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষক মন্ডলী, সাংবাদিকবৃন্দদের তথ্য অধিকার আইন নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন প্রধান আলোচক।

আর পড়তে পারেন