বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

নাঙ্গলকোট ট্রাফিক সপ্তাহ- ২০১৮ পালিত

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৯, ২০১৮
news-image
মো.কামাল হোসেন :
“নিরাপদ সড়ক চাই” আন্দোলনের অংশ হিসেবে কুমিল্লা নাঙ্গলকোটে পালিত হলো ট্রাফিক সপ্তাহ- ২০১৮।
এ উপলক্ষে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।
বিকালে উপজেলার বিভিন্ন সড়কে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম পি,পি,এম  এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন যানবাহনের কাগজপত্র পরীক্ষা করে মামলা দেয়া হয় ও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করে। তবে যাদের কাছে সঠিক কাগজপত্র পাওয়া গেছে তাদের ধন্যবাদ জানিয়ে ছেড়ে দেয়।
এ সময় ৫ টি মোটরসাইকেল ও. ১টি ট্রাক সঠিক কাগজপত্র দেখাতে না পারায় দেয়া হয় মামলা।ট্রাফিক সাপ্তাহ আন্দোলনে অংশ নেন নাঙ্গলকোট থানার এস.আই মোঃ শাহ আলম, এস.আই রতন কান্তি দে সঙ্গীয় ফোর্স।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম পি,পি,এম বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে সড়কে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতেই আমাদের এই প্রচেষ্টা।
পরিস্থিতি সহনশীল না হওয়া পর্যন্ত ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে এ আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেন তিনি। এদিকে স্থানীয়রা ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ির বিরুদ্ধে আন্দোলনকে স্বাগত জানিয়েছেন।

আর পড়তে পারেন