শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় বেড়াতে এসে বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, আহত ১

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ৩, ২০২১
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের শরাপতি (পূর্বপাড়া) কাজি পুকুর পাড়ের আনছর আলীর বাড়িতে মোসাঃ ফারিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।এ ঘটনায় তার খালাতো বোন নাসরিন (১৪) নামে আরেক কিশোরী আহত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফারিয়া ও তার খালাতো বোন নাসরিন বাড়ির ছাদে উঠে। ছাদের পাঁশ দিয়ে বিদুতের তার থাকায় অসাবধানতা বশত দুইজনেই বিদ্যুতপৃষ্ট হয়।দুজনকে আহত অবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়।

তার খালাতো বোন নাসরিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর করা হয়।

নিহত ফারিয়া ১ নং আগানগর ইউনিয়নের জগদাসার (খান বাড়ি) গ্রামের ওমর ফারুকের মেয়ে।আহত নাসরিন একই ইউনিয়নের শরাপতি (পূর্বপাড়া) গ্রামের সাহেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়,দুদিন পূর্বে জগদাসার গ্রামের ফারিয়া একই ইউনিয়নের শরাপতি খালার বাড়িতে বেড়াতে আসে।শুক্রবার বিকালে খালাতো বোন নাসরিনকে সাথে নিয়ে বাড়ির ছাদে উঠে। ছাদে উঠার পর হঠাৎ করে দুজনে বিদ্যুৎপৃষ্ট হয়।তাদের বিদ্যুৎপৃষ্টের বিষয়টি কেউ টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে বরুড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নাসরিনের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ বলেন,মেয়েটি বেড়াতে খালার বাড়িতে এসেছিল।বিকালে ছাদে উঠার পর এ ঘটনা।আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর জগদাসারের খালাতো বোন ফারিয়া মারা গেছে।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এ বিষয়ে কেউ কিছু আমাদের জানায়নি। আমি এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি।

আর পড়তে পারেন