শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় স্বামী মসজিদে, বসতঘরে অগ্নিকান্ডে ঘুমন্ত নববধূ পুড়ে ছাই

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১১, ২০২২
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার বরুড়ায় আগুনে পুড়ে ইয়াসমিন (২১) নামের এক নববধূর মৃত্যু হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) ভোরে উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ইয়াসমিন ঢেউয়াতলী গ্রামের আলতাফ মিয়া বাড়ির রেজাউলের স্ত্রী। এক মাস আগে তাদের বিয়ে হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৫টার দিকে গ্যাস সিলিল্ডার বিস্ফোরিত হয়ে রেজাউলের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে পুরো ঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা নববধূ ইয়াসমিন পুড়ে যায়। আগ্নিকাণ্ডের আগেই তার স্বামী রেজাউল ফজর নামাজ পড়তে মসজিদে যান।

পরে ৯৯৯ নম্বরে খবর পেয়ে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে নিহতের মরদেহ উদ্ধার করে বরুড়া থানায় হস্তান্তর করা হয়।

বরুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তদন্ত শেষে এ বিষয়ে পরিষ্কার হওয়া যাবে।

আর পড়তে পারেন