বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে পুত্রের নির্যাতন সহ্য করতে না পেরে মায়ের আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৫, ২০১৭
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় পুত্রের নির্যাতন সহ্য করতে না পেরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বেধে ঝুলে আত্মহত্যা করেছেন মিনুয়ারা বেগম (৫২)।
শনিবার (১৫ জুলাই) সকালে উপজেলার খাড়াতাইয়া গাজীপুর গ্রামে এ আতœহত্যার ঘটনা ঘটে।
নিহত মিনুয়ারা বেগম উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুর গ্রামের ভূইয়া বাড়ির আবদুল হক ভূইয়ার স্ত্রী ।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার মিনুয়ারা বেগমের সাথে তার ছেলে সাইফুল ইসলামের স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। রাতে সাইফুল বাড়িতে ফেরার পর পুত্রবধু তাকে ঝগড়া বিবাদের বিষয়টি জানায়। এ বিষয় জেনে পুত্র সাইফুল ক্ষিপ্ত হয়ে এসে তার মা মিনুয়ারা বেগমকে গালিগালাজ করে মারধর করে। মিনুয়ারা বেগম এই বিষয়টি গ্রামের সর্দার ও বাড়ির লোকজনকে জানায়।
পুত্রের মারধর ও অপমান সহ্য করতে না পেরে শনিবার সকালে ৭টায় ঘরের দরজা, জানালা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে।
খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ ব্যাপারে বুড়িচং থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিকী জানায়, এ ঘটনায় দুপুরে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আর পড়তে পারেন