শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মতলব উত্তরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্র সচিব ও কর্মকর্তাদের প্রস্তুতিমূলক সভা

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৬, ২০১৭
news-image

মো. দ্বীন ইসলাম, মতলব উত্তর  :
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে মতলব উত্তর উপজেলায় কেন্দ্র সচিব ও কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মায়া বীরবিক্রম অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার মাহফুজ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল হক কামাল, মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী ওয়াহিদ মো. সালেহ, আনসার ভিডিপি কর্মকর্তা মো. আবদুস সাত্তার। সভায় আরো বক্তব্য রাখেন- দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আহমদ, প্রধান শিক্ষক আলী আজ্জম, নূরে আলম সিদ্দিকী, আবুল খায়ের বাহাউদ্দিন, সফিকুল ইসলাম, নূর উদ্দিন প্রমুখ।
এ বছর উপজেলার ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ নভেম্বর থেকে, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক শিক্ষা পরীক্ষায় অংশ গ্রহণ করবে ২ হাজার ৯শ’ ৬৯ জন বালক ও ৩ হাজার ৩শ’ ৯৪ জন বালিকা, মোট ৬ হাজার ৩শ’ ৬৩ জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ১শ’ ৯৫ জন বালক ও ১শ’ ৪১ জন বালিকা।

আর পড়তে পারেন