শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে উপজেলা পোঁমগাও প্রাইমারি স্কুলে ফলজ বৃক্ষের চারা রোপন

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ২৫, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ। এ স্লোগান কে সামনে রেখে কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার পোঁমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচী সফল ভাবে সম্পন্ন হয়েছে। সরজমিনে পোঁমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষক শিক্ষিকা বৃন্দ ফলজ ও বনজ বৃক্ষ রোপন করছেন। তাদের কাছে বৃক্ষ রোপনের কারণ জানতে চাইলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুলচন্দ্র দেবনাথ বলেন মহাপরিচালক মহোদয়ের নির্দেশে সারা দেশের ন্যায় আজ আমরা বৃক্ষ রোপন কর্মসূচী পালন করছি । শুধু আজই নয় এর পূর্বেও আমরা বিদ্যালয়ে চার পাশে বৃক্ষ রোপন করেছি। অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব জুয়েল বলেন সারাদেশে এক যোগে প্রায় চার লক্ষ বৃক্ষ রোপন করা হবে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এটি গিনীজ বুকে স্থান পাওয়ারযোগ্য। তিনি এই মহতী উদ্যোগ নেওয়ার জন্য মহাপরিচালকে ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন বৃক্ষ রোপনের মাধ্যমেই আর্থিক উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষাকরা সম্ভব। শিক্ষক ,অভিভাবক ও এলাকাবাসী জানায় নি:সন্দেহে এটি একটি মহৎ কাজ। এটি বর্তমান সরকারের একটি ভাল উদ্যোগ। এ জন্য তারা মহাপরিচালকে ধন্যবাদ জানান। কথা হয় ছাত্র অভিভাবক মোবারক হোসেন খান এর সাথে তিনি বলেন , স্যারেরা গাছ রোপন করেছেন এজন্য তাদের ধন্যবাদ জানাই কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের করতে হবে অন্যথায় গরু ছাগলে গাছ নষ্ট করে ফেলবে। গরু ছাগলে যাতে নষ্ট না করতে পারে সে দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। একটি গাছ বড় হলে দেশের সম্পদে পরিণত হবে।

আর পড়তে পারেন