বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরগঞ্জে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত, ফসলি জমি তলিয়ে যাচ্ছে

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১৩, ২০১৭
news-image

 

সেলিম সজীবঃ

ভারী বর্ষনে কুমিল্লায় মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার নিম্নাঞ্চলে পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার রাত থেকে শুক্রবার পর্যন্ত অবিরাম বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা দেখা দিয়েছে। ডাকাতী নদী থেকে নেমে আসা বিভিন্ন হাওর-নদী-খাল-বিলে পানি বৃদ্ধি পেয়েছে। এভাবে যদি আরও কয়েকদিন বৃষ্টি হলে বন্যার আশংকা করেছেন উপজেলাবাসী। বৃহস্পতিবার ভোর বেলা থেকে ভারী বর্ষণ শুরু হয়ে দুপুরে বৃষ্টি থামে। এরপর থেমে থেমে বৃষ্টি হয়। তবে সূর্য্য দেখা একবারও মিলেনি। জরুরী কাজ ছাড়া লোকজন বাসা-বাড়ি থেকে বের হননি। দিনভর ভারী বর্ষণের ফলে স্কুলগামী ছাত্র-ছাত্রীদের পড়তে হচ্ছে চরম দূর্ভোগে এবং দিনমজুর, শ্রমিক বেকার হয়ে পড়েছেন। পুরো উপজেলার জন জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।  উপজেলার যাদবপুর ও লাউলহরী ইউনিয়নের কয়েকটি নিম্নাঞ্চল রাস্তা পানির নিচের যাওয়ার আশংকা করছেন বলে ওই এলাকার বাসিন্দারা জানান। ভারী বর্ষনের ফলে এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। তবে এভাবে যদি আরও কয়েকদিন টানা বৃষ্টি হয় তবে পুরো উপজেলার ফসলি জমি তলিয়ে যাওয়ার আশংকা দেখা দিয়েছে। গত দুইদিনের ভারী বৃষ্টিপাতের কারনে সব থেকে সমস্যায় পড়েছে নিচু এলাকার ঘরবাড়ি-হাট বাজার। উপজেলা বিভিন্ন জায়গায় পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকা বিভিন্ন সরকারি অফিস-বাসার আঙ্গিনা পানি জমাট বেধে রয়েছেন। ফলে ওইসব এলাকার বাসিন্দাদের পুহাতে হচ্ছে দুর্ভোগ। টানা ভারী বর্ষণের ফলে উপজেলার বিভিন্ন নদ-নদী-খাল-বিলে দিনদিন পানি বৃদ্ধি পাচ্ছে। কৃষি অফিস সুত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার সবকয়টি ইউনিয়নে প্রায় ৭হাজার ৬শত হেক্টর বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রীড ৩শ ৬০ হেক্টর, উফসী ৬ হাজার ৩শ ৪০ হেক্টর ও স্থানীয় বোরো চাষ হবে ৩শ হেক্টর জমিতে। এব্যাপারে ৪ নং ঝলম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, এভাবে বৃষ্টি হয়ে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা রয়েছে। তবে কিছুকিছু নিম্নাঞ্চল এলাকার ফসলি জমি তলিয়ে যাচ্ছে বলে তিনি জানান। কৃষি অফিসার বলেন, এলাকার কিছু কিছু জমি পানিতে তলিয়ে যাচ্ছে। তবে এভাবে অবিরাম বৃষ্টি হলে ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে।

আর পড়তে পারেন