শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মালদ্বীপ সরকার স্কুল ছাত্র ছাত্রীদের হাতে বইয়ের বদলে তুলে দিচ্ছেন টেবলেট ফোন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৫, ২০১৮
news-image
জুয়েল খন্দকার নিজস্ব প্রতিবেদকঃ-
“মালদ্বীপের রাজধানী মালের স্কেন্দার স্কুলে” গতকাল একটি সভা অনুষ্ঠিত হয়, সেই সভায় স্কেন্দার স্কুলের সকল ছত্র-ছাত্রীদের হাতে উন্নত মানের টেবলেট ফোন তুলে দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডুকেশন মিনিস্টার ডাঃ এরশাদ সিয়াম , সেই সভার বক্তব্য থেকে জানা যায় যে বর্তমানে পৃথিবী অনেকটা এগিয়ে আছেন সেই জন্যে মালদ্বীপ শিক্ষাগত দিক দিয়ে এগিয়ে নিতে সকল ছাত্র-ছত্রীদেরকে টেবলেট ফোন দেওয়া হবে সরকারের পক্ষ থেকে।
এতে করে স্কুলের ছাত্র-ছাত্রীদের বইয়ের ব্যাগের বোঝা বইতে হবেনা! টেবলেট ফোনের এপসের মাধ্যমে সকল বই তৈরি করা হবে ও খাতা দেওয়া হবে স্কুল থেকে। ছাত্র-ছাত্রী গণ শুধু টেবলেট নিয়ে আসলেই হবে স্কুলে আর কিছু আনতে হবেনা । মালদ্বীপের সকল স্কুলে এমন সিস্টেম চালু করা হবে ও মালদ্বীপের প্রত্যেকটি স্কুলে ইন্টারনেট ব্যবহারের জন্য “হাই স্পিরিট ওয়াইফাই” কেলেকশন দেওয়া হবে ও প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ইন্টারনেট শিক্ষা প্রশিক্ষন দেওয়া হবে এবং বর্তমান টিচারদেরকেও ইন্টারনেট প্রশিক্ষন দেওয়া হবে যাতে করে তারা ছাত্র-ছাত্রীদেরকেও শিক্ষাতে পারে সেই জন্যে ।

আর পড়তে পারেন