শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মুরাদনগরে মৎস্যজীবী লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আজকের কুমিল্লা ডট কম :
মে ২৩, ২০১৮
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে মুরাদনগর উপজেলে মৎস্যজীবী লীগ।

মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা কবি নজরুল মিলনায়তনে উপজেলা মৎস্যজীবী লীগের যুন্ম আহব্বায়ক রাজা কাউছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক বাবু পার্থ সারতী দত্ত।
উপজেলা মৎস্যজীবী লীগের আহব্বায়ক এম এ হাসিবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব রাজীব মুন্সি ভাগিনা।
এসময় আরো বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম, মোঃ ফারুক, উত্তর জেলা মৎস্যজীবী লীগের সদস্য মোঃ নজরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের যুন্ম আহব্বায়ক মোঃ সেলিম।

আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুন্ম আহব্বায়ক সফিক তুহিন, যুন্ম আহব্বায়ক মোঃ বিল্লাল হোসেন, মৎস্যজীবী লীগের বাবুটিপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ তানভির, টনকী ইউনিয়ন ভারপ্রাপ্ত সভাপতি দানু ভান্ডারী, সাধারণ সম্পাদক কুদ্দুছ মিয়া, বাঙ্গরা ইউনিয়ন সভাপতি সিপন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শ্রীকাইল ইউনিয়ন সভাপতি আলমগীর, আন্দিকোট ইউনিয়ন সভাপতি জসিম উদ্দিন নসু মিয়া, সাধারণ সম্পাদক সন্দিপ কুমার দাস ও ২২টি ইউনিয়ন থেকে মৎস্যজীবী লীগের কর্মীবৃন্দ।

আর পড়তে পারেন