জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ভারতের সাথে নতুন ধারার পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। অতীতের নতজানু সম্পর্কের ইতি টেনে জাতীয় স্বার্থকে আপস না করেই আন্তর্জাতিক সম্পর্ক পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি আরও জানান, সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমে অপপ্রচারের জন্য ভারত সরকার আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তিনি এ ঘটনাকে দুই দেশের ভবিষ্যৎ সুসম্পর্কের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
আজ কুমিল্লার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড)-এর আয়োজনে “আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর” শীর্ষক দুই সপ্তাহব্যাপী আফ্রিকান-এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বার্ড-এর মহাপরিচালক এবং বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব সাইফ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ভার্চুয়ালি বক্তব্য রাখেন আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।
শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্বিয়া, পাকিস্তান, ওমান, মালয়েশিয়া, কেনিয়া এবং বাংলাদেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেছেন।
টেকসই উন্নয়ন লক্ষ্যের (এসডিজি) আলোকে পল্লী অঞ্চলে আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই ছিল দুই সপ্তাহব্যাপী এ কর্মশালার মূল উদ্দেশ্য। আর্ডো-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতিনির্ধারক এবং আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কর্মশালায় অংশগ্রহণকারীরা উন্নয়নশীল দেশগুলোর অভিজ্ঞতা ভাগাভাগি করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।