Tag Archives: আহত ১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত, আহত ১

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ যুবক নিহত, আহত ১

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোঃ দেলোয়ার হোসেন (২৫) ও মোঃ সাগর (২৩) নামের ২ যুবক নিহত হয়েছেন। আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১অক্টোবর) বিকালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক উজিরপুর ইউনিয়ন চান্দ্রশ্রি এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত দেলোয়ার হোসেন সদর দক্ষিণ উপজেলার ধনপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে, নিহত সাগর একই উপজেলার জয়নগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহত দেলোয়ার হোসেনের খালাতো ভাই মাকসুদ আলম।

জানা গেছে, প্রবাসী রায়হান তার দুই বন্ধু দেলোয়ার হোসেন ও সাগরকে নিয়ে চৌদ্দগ্রাম থেকে দাওয়াত খেয়ে সদর দক্ষিণ এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গাড়ি ওভারটেক করার সময় মোটরসাইকেল থেকে ৩ জন সিটকে পড়ে। ঘটনাস্থলে দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুতর আহত সাগর ও রায়হানকে কুমিল্লা কুচাইতলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়। অপর আহত রায়হানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দেলোয়ার হোসেনের লাশ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। শুনেছি কুমিল্লা হাসপাতালে সাগরের নামে একজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কুমিল্লার সদর দক্ষিণে সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় নিহত ২, আহত ১

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় সবজিবাহী কাভার্ডভ্যান চাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (৬ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লা-চট্টগ্রামগামী উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বাটপারা গ্রামের হানিছ মিয়ার ছেলে মো. জামিন মিয়া ও একই গ্রামের লাল মিয়ার ছেলে ট্রাকচালক ফুজাল মিয়া।

সদর দক্ষিণ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কাভার্ডভ্যানটি কুমিল্লায় যাচ্ছিল। পথে উপজেলার সুয়াগাজী বাটপারা মোরে ওই অটোরিকশাকে চাপা দেয় কাভার্ডভ্যানটি। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক পথচারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বরুড়ায় বেড়াতে এসে বাড়ির ছাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, আহত ১

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ১ নং আগানগর ইউনিয়নের শরাপতি (পূর্বপাড়া) কাজি পুকুর পাড়ের আনছর আলীর বাড়িতে মোসাঃ ফারিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হয়েছেন।এ ঘটনায় তার খালাতো বোন নাসরিন (১৪) নামে আরেক কিশোরী আহত হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টায় ফারিয়া ও তার খালাতো বোন নাসরিন বাড়ির ছাদে উঠে। ছাদের পাঁশ দিয়ে বিদুতের তার থাকায় অসাবধানতা বশত দুইজনেই বিদ্যুতপৃষ্ট হয়।দুজনকে আহত অবস্থায় বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়।

তার খালাতো বোন নাসরিনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় স্থানান্তর করা হয়।

নিহত ফারিয়া ১ নং আগানগর ইউনিয়নের জগদাসার (খান বাড়ি) গ্রামের ওমর ফারুকের মেয়ে।আহত নাসরিন একই ইউনিয়নের শরাপতি (পূর্বপাড়া) গ্রামের সাহেদ আলীর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়,দুদিন পূর্বে জগদাসার গ্রামের ফারিয়া একই ইউনিয়নের শরাপতি খালার বাড়িতে বেড়াতে আসে।শুক্রবার বিকালে খালাতো বোন নাসরিনকে সাথে নিয়ে বাড়ির ছাদে উঠে। ছাদে উঠার পর হঠাৎ করে দুজনে বিদ্যুৎপৃষ্ট হয়।তাদের বিদ্যুৎপৃষ্টের বিষয়টি কেউ টের পেয়ে চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে দুজনকে উদ্ধার করে বরুড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ফারিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নাসরিনের অবস্থার অবনতি ঘটলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার ফরিদ বলেন,মেয়েটি বেড়াতে খালার বাড়িতে এসেছিল।বিকালে ছাদে উঠার পর এ ঘটনা।আহত দুজনকে হাসপাতালে নেওয়ার পর জগদাসারের খালাতো বোন ফারিয়া মারা গেছে।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, এ বিষয়ে কেউ কিছু আমাদের জানায়নি। আমি এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করতেছি।

নগরীর সংরাইশে সম্পত্তির বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা, আহত ১

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকায় সম্পত্তির বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে আসামী করে সংরাইশ মধ্যপাড়া (পাক পাঞ্জাতন মসজিদ সংলগ্ন) মৃত ফিরোজ মিয়ার পুত্র আমান উল্লাহ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন, সংরাইশ মুক্তার বাড়ির সামনের মৃত আবদুল কুদ্দুসের পুত্র শাকিল মুহুরী (৩৮), ঋষিপট্টির বিষ্ণু চন্দ্র দেবের পুত্র সুজন দেব (৪০) ও উজ্জ্বল দেব (৩৫), সংরাইশ নবগ্রামের জামালের পুত্র ইমরান, সংরাইশ দক্ষিণ পাড়ার দেলোয়ারের পুত্র মো: ইসমাইলসহ অজ্ঞাত আরো ১০/১৫ জন। এছাড়াও উল্লেখিত আসামীদের বিরুদ্ধে ১৫/৯/২০২০, ১৩/৯/২০২০, ১৮/৩/২০২০, তারিখে কোতয়ালী থানায় টি অভিযোগ রয়েছে এবং কুমিল্লা ফৌজদারী কার্যবিধি ১৪৫ ধারায় গত ২৭/৯/২০২০ইং তারিখ নোটিশ জারী করা হয়।

বিভিন্ন অভিযোগ থেকে জানা যায়, নগরীর সংরাইশ মধ্যপাড়া (পাক পাঞ্জাতন মসজিদ সংলগ্ন) মৃত ফিরোজ মিয়ার পুত্র আমান উল্লাহ দীর্ঘদিন প্রবাসে ছিল। কোতয়ালী মডেল থানার সংরাইশ মৌজার সাবেক দাগ নং-২৮২, হাল দাগ নং-১০৮৯, ১০৯০, ১০৯১ দাগের ৪৪ শতক ভূমির পৈত্রিক ওয়ারিশকৃত সম্পত্তির মালিক আমান উল্লাহ। উক্ত মৌজায় ওয়ারিশরা দীর্ঘদিন যাবত ভোগ দখল করে বসবাস করে আসছে। উক্ত ভূমিতে টিন সেড ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে রেখেছে।

উল্লেখিত আসামীরা ভাড়াটিয়াদের সাথে বিভিন্নভাবে অত্যাচার অবিচার করে আসছে। সুজন দেব ও উজ্জ্বল দেব উক্ত সম্পত্তি ক্রয় করেছে বলে দাবি করে আসছে। আসামীরা পরস্পর যোগসাজসে ওই আমান উল্লাহ পৈত্রিক সম্পত্তি দখল করার পায়তা করে আসছে। আমান উল্লাহসহ তার ভাই বোনসহ ওয়ারিশরা কুমিল্লা বিজ্ঞ আদালতে মোকদ্দমা দায়ের করে। যার নং-৪৩৭ দেওয়ানী মামলা চলমান রয়েছে।

এছাড়াও ফৌজদারী কা: বি: মোকাদ্দমা নং-৯৭৪/২০, ধারা-১৪৫ কা.বি. এর নিষেধাজ্ঞা জারী রয়েছে। তারপরও ভূমিদস্যুরা তাদের অত্যাচার থেমে নেই। প্রতিনিয়তই উক্ত জায়গায় বিভিন্ন অত্যাচার, হুমকি ধমকি দিয়ে আসছে। এই জের ধরে গত ১২/১২/২০২০ইং তারিখ সকাল ৬টায় শাকিল মুহুরী নেতৃত্বে সুজন দেব, উজ্জ্বল দেব, ইমরান ও ইসমাইলগণ সঙ্গীয় অজ্ঞাত নামা ১০/১৫ জন সন্ত্রাসীরা অস্ত্র শস্ত্র নিয়ে ওই সম্পত্তি জায়গায় নির্মিত টিনসেড ঘর জোড়পূর্বক অন্যায়ভাবে ভাংচুর করে প্রায় ৩০-৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে। পরে আমান উল্লাহ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাকে ইমরানসহ সন্ত্রাসীরা কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়ে জখম করে। তার চিৎকারে ভগ্নিপতি মো: নাছির ও ভাগিনা জাহেদসহ অন্যান্যরা এগিয়ে এসে সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করে। পরে তারা প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি ধমকি দেয় এবং খুন করে লাশ গুম করে ফেলবে বলেও হুমকি দেয়।

 

এছাড়াও উক্ত জায়ঘা দখল করে নিবে এবং ভাগিনার ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করবে। এরপরদিন আসামী শাকিল মুহুরী জোড়পূর্বক অন্যানয়ভাবে উক্ত জায়গার ইট, বালু, সিমেন্ট এসে দেওয়াল নির্মাণের চেষ্টা করলে এতে বাঁধা দিলে করলেও তারা বাঁধা মানছে না।

এ বিষয়ে আমান উল্লাহ জানান, আমার পৈত্রিক সম্পত্তি জোড়পূর্বক দখলের চেষ্টা করছে শাকিল মুহুরী, সুজন দেব ও উজ্জ্বল দেবসহ বেশ কয়েকজন। বাঁধা দেয়ায় উল্টো আমাকে খুন, গুম করে ফেলার হুমকি দিচ্ছে। সন্ত্রাসীদের অত্যাচারে আমার ভাড়াটিয়া ভয়ে থাকতে পারছে না। তাদের বিরুদ্ধে আদালতে ও থানায় একাধিক অভিযোগ কররেও কোন সুরাহ হচ্ছে না।

কুমিল্লার চান্দিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

 

শরীফুল ইসলামঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের সিংআড্ডা নামক স্থানে কোমল পানীয় পরিবহনকারী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়। অপর ১ জন আহত হয়।

বুধবার (২০ মে) সকালে সিংআড্ডা এলাকায় কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাব-স্টেশন সংলগ্ন সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্ঘটনায় মো. আরমান (১৭) নামের এক যুবক নিহত হয়। সে কোমল পানীয় কোম্পানীর ডিলার মেসার্স আলিম স্টোরের এস.আর এবং পাশর্^বর্তী দেবিদ্বার উপজেলার নবিয়াবাদ গ্রামের মো. সালাউদ্দিন এর ছেলে। আহত অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল ফয়সল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১ জন মারা গেছেন। অপরজনকে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নাঙ্গলকোটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত -১

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপিতে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে মোঃ শাহাজাহান নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢালুয়া ইউপির চিড়রা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চিড়রা গ্রামের মৃত.বাচ্চু মিয়ার ছেলে মোঃ শাহাজাহানকে কুপিয়ে জখম করে।আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,তার অবস্থার  অবনতি ঘটলে রাতেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

স্থানীয় সূত্র জানায়,জমি নিয়ে শাহাজাহানের সাথে ওই গ্রামের মৃত. মধূ মিয়ার ছেলে বাবুল, অহিদ,মান্নান,সেলিম, শহীদের সাথে দ্বন্দ্ব চলে আসছিলো, বৃহস্পতিবার সন্ধ্যায় খড়ের গাদায় আগুন দেখে শাহাজাহান চিৎকার দিয়ে রাস্তায় এসে গ্রামবাসীর সহযোগিতা চায়।  এ সময় বাবুল গংরা ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে  এসে হামলঅ করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পান্জা লড়ছেন। তাদের আগুনে পুড়ে যায় শাহজাহানের গরু খামারের গোখাদ্য। এর আগে শনিবার সকালে বাড়ি-ঘর ভাংচুর করে, দুইজনকে মারধর করে । রাতেই নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চান্দিনায় মহাসড়ক অবরোধ চলাকালে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ শিক্ষার্থীদের, আহত ১

 

শরীফুল ইসলাম , চান্দিনা ঃ
কুমিল্লার চান্দিনায় গ্যাসলাইন নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাক্টরচাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৯টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাক্টরচালক মনোয়ার হোসেন (১৮)-কে আটক করে স্থানীয়রা।

নিহত স্কুলছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিন চান্দিনা উপজেলার বাতাঘাসী ইউনিয়নের নাজিরপুর গ্রামের মনির হোসেন এর মেয়ে। সে কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন জানান, আমাদের বিদ্যালয়ের সামনের কাঁচা সড়ক দিয়ে গ্যাসলাইন নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচল করে। ২৬ মার্চ উপলক্ষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। সকাল ৯টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমি দাঁড়ানো ছিলাম আর ছাত্রীগুলো বিদ্যালয়ের দিকে আসছিল। ১৭-১৮ বছরের একটি ট্রাক্টর চালক মেয়েগুলোকে দেখে জোরে হর্ন চেপে ট্রাক্টরটি রাস্তায় এদিক-সেদিক ঘুরাচ্ছিল। এ সময় ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে একজন পানিতে পড়ে যায় আরেকজন চাকায় পিষ্ট হয়।

এদিকে, ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা স্কুলের পাশের মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের প্রহার করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের লাঠির আঘাতে ইয়াছিন (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়। তার মাথায় পেছনের অংশ ফেটে গেলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

আহত শিক্ষার্থী ইয়াছিন জানায়, গ্যাস কম্পানির মতো দায়িত্বশীল একটি প্রতিষ্ঠানে অপ্রাপ্তবয়স্ক ট্রাক্টরচালককের চাকরি দেওয়ার প্রতিবাদে এবং চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা মহাসড়কে অবস্থান নেই। এ সময় পুলিশ এসে আমাদের এলোপাতাড়ি মারধর করে। এতে পুলিশের এক সদস্য লাঠি দিয়ে আমার মাথায় আঘাত করে।

এ ব্যাপারে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনাটি মহাসড়কে হয়নি। আঞ্চলিক সড়কে হয়েছে। আর শিক্ষার্থীরা এসে মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় শিক্ষার্থীদের সরে যেতে অনেকবার বলা হলেও তারা কথা শোনেনি। এখানে হাইওয়ে ও থানা পুলিশ ছিল। পুলিশের কোনো সদস্য এমন কাণ্ডজ্ঞানহীন ঘটনা ঘটিয়েছে সেটা আমার জানা নেই।

এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। গাড়ি ও চালক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকারিয়া।