Tag Archives: কুমিল্লায় পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম ও সদর দক্ষিণ উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ফেন্সিডিল ও গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

 

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

গোপন সংবাদের ভিত্তিতে ২০ অক্টোবর বিকালে চৌদ্দগ্রামের মিয়া বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাাঁজা জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, কুমিল্লার হিংগুলা গ্রামের মৃত. ইমান আলীর ছেলে এমরান হোসেন (২০)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

পৃথক একটি অভিযানে ২০ অক্টোবর বিকালে সদর দক্ষিণের রহমত নগর দক্ষিণ রামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। এসময় আটক হওয়া মাদক কারবারি হলেন, নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বামুন্দি গ্রামের মৃত. মোঃ আবু বকরের ছেলে শাহীন (২৭)। এছাড়াও মাদকদ্রব্য পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ আটক ২
 

শনিবার (২১ অক্টোবর) সকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটক হওয়া মাদক কারবারিরা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা এবং সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কুমিল্লায় পৃথক অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৬

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার পৃথক অভিযানে ৭০ কেজি গাঁজা, ২০০০ পিস ইয়াবা, ১৫০ বোতল ফেন্সিডিল, ৩টি মাদকবাহী গাড়ীসহ ৬ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

মাদক বিরোধী অভিযানে কুমিল্লার দেবিদ্বার থানাধীন ইউসুফপুরস্থ মিলন আরা ফিলিং স্টেশন এলাকা থেকে একটি রেজিষ্টেশন বিহীন কাভার্ডভ্যান তল্লাশী করে ৬০কেজি গাঁজা উদ্ধার এবং গাড়ীটি জব্দ করা হয়। এ সংক্রান্তে এসআই এনায়েত উল্লাহ বাদী হয়ে দেবিদ্বার থানায় মাদক আইনে দেবিদ্বার থানায় মামলা  দায়ের করেন।

অপর একটি অভিযানে  কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা-সিলেট মহাসড়কের নিশ্চিন্তপুর এলাকায় মাদকদ্রব্য (ইয়াবা ট্যাবলেট) ক্রয়-বিক্রয় করা-কালে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  ৩ আসামীকে আটক করা হয়। আটককৃতরা হলেন , জেলার কোতয়ালী মডেল থানার মোঃ জসিম উদ্দিন (৪৪), মোঃ ফয়সাল উদ্দিন (২০)। অপরজন হলেন, জেলার বুড়িচং থানার মোঃ তামিম হাসান(১৯)। আটককৃত আসামীদের বিরুদ্ধে এসআই দিবাকর রায় বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে কোতয়ালী মডেল থানার মামলা দায়ের করেন ।

বুধবার ( ১৯ জুলাই) অপর একটি অভিযানে  সদর দক্ষিণ মডেল থানাধীন পশ্চিম জোড়কানন থেকে  ১০কেজি গাঁজাসহ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার  মোঃ শাহাব উদ্দিন  শাবু (২৬), আটক করা হয়।আটককৃত আসামীর বিরুদ্ধে এসআই মামুনুর রশিদ বাদী হয়ে সদর দক্ষিণ থানায় মাদক আইনে মামলা দায়ের করেন ।

বুধবার ( ১৯ জুলাই) অপর একটি অভিযানে  কোতয়ালী মডেল থানার ধনপুর এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে ১৫০বোতল ফেন্সিডিলসহ ২জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার যাত্রাপুর, বর্তমানেসামবক্সী বল্লভপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে মোঃ রনি (৩০), অপরজন হলেন চৌদ্দগ্রাম থানার পাথুরিয়া পাড়া গ্রামের মৃত তনু মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩০)। আটককৃত আসামদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় এসআই মামুনুর রশিদ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন।

 

কুমিল্লায় পৃথক অভিযানে মাদকসহ ৪ জন আটক

 

স্টাফ রিপোর্টার:

পৃথক অভিযানে কুমিল্লা সদর ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে ০২.৪৫ কেজি গাঁজা, ১২ বোতল বিদেশী মদ এবং ১০ ক্যান বিয়ারসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২ । এ সময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১১ ডিসেম্বর সদরের ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০২.৪৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন টাংগাইল জেলার মধুপুর থানার কালামাঝি গ্রামের দুলাল মিয়ার ছেলে নাহিদ(১৯) এবং বরিশাল জেলার উজিরপুর থানার শিকারপুর গ্রামের মৃত মোশারফ খানের ছেলে শামীম খান(৩০)।

অন্য একটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর আরেকটি আভিযানিক দল ১১ ডিসেম্বর সদর দক্ষিণের লাকসাম রোডের পদুয়ার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১২ বোতল বিদেশী মদ এবং ১০ ক্যান বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলেন কুমিল্লার বরুড়া উপজেলার বরুড়া গ্রামের মোঃ আব্দুল মমিনের ছেলে মোঃ আব্দুল কাদের (৩৩) এবং একই থানার দেওড়া গ্রামের আবদুল খালেকের ছেলে মোঃ মনির হোসেন(৩৩)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত মোটর সাইকেলটিও জব্দ করা হয়।

উক্ত বিষয়ে আটককৃত আসামীদের বিরুদ্ধে সদর ও সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।