যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে: তাহসিন বাহার সূচনার পোস্ট
কুমিল্লার সাবেক প্রভাবশালী সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ভারতে পালিয়ে যাওয়া নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বর্তমানে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন বলে জানা গেছে। তবে তারা কীভাবে, কখন, এবং কোন পথে পালিয়েছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন।
সূত্রে জানা যায়, সূচনা গত ২৯ আগস্ট রাতে ভারতে চলে গেছেন। যদিও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয় রয়েছেন। বিশেষ করে ২৫ সেপ্টেম্বর থেকে তিনি বিভিন্ন বিষয়ে ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। তার পোস্টগুলোতে সমালোচকদের পাল্টা আক্রমণ করে কমেন্টের মাধ্যমে উত্তর দিচ্ছেন তিনি, যা অনেক ক্ষেত্রে অশ্লীল ভাষার ব্যবহারের অভিযোগও উঠেছে।
গত বুধবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সূচনা। সেই পোস্টে অনেকে তাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন, এবং সূচনা তাদের প্রতিটি সমালোচনার কটাক্ষ করে জবাব দেন।
পরের দিন, সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে আরও একটি পোস্ট করেন সূচনা। সেখানেও সমালোচনামূলক কমেন্টের জবাবে কটাক্ষ করেন তিনি। ওই পোস্টে সূচনা লিখেন, “যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে।” এক নেটিজেন তাকে প্রশ্ন করেন, “পলক কার নেতা ছিল?” জবাবে সূচনা বলেন, “অন্তত আমার না। গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে তার পেজে সরাসরি কমেন্ট করেছি।”
একজন তাকে প্রশ্ন করেন, “ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন?” জবাবে সূচনা বলেন, “আছি তো কুমিল্লায়। নতুন বাসা গুছাচ্ছি, যেন তোমরা লুট, চুরি আর আগুন দিতে পারো।”
এই মন্তব্যগুলোর পর, সামাজিক মাধ্যমে অনেকেই তার কথার জন্য ক্ষোভ প্রকাশ করছেন।