Tag Archives: তাহসিন বাহার সূচনা

যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে

যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে: তাহসিন বাহার সূচনার পোস্ট

যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে: তাহসিন বাহার সূচনার পোস্ট

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সাবেক প্রভাবশালী সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনার ভারতে পালিয়ে যাওয়া নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বর্তমানে তারা কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে রয়েছেন বলে জানা গেছে। তবে তারা কীভাবে, কখন, এবং কোন পথে পালিয়েছেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন।

সূত্রে জানা যায়, সূচনা গত ২৯ আগস্ট রাতে ভারতে চলে গেছেন। যদিও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবুও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বেশ সক্রিয় রয়েছেন। বিশেষ করে ২৫ সেপ্টেম্বর থেকে তিনি বিভিন্ন বিষয়ে ফেসবুকে পোস্ট করতে শুরু করেন। তার পোস্টগুলোতে সমালোচকদের পাল্টা আক্রমণ করে কমেন্টের মাধ্যমে উত্তর দিচ্ছেন তিনি, যা অনেক ক্ষেত্রে অশ্লীল ভাষার ব্যবহারের অভিযোগও উঠেছে।

গত বুধবার নিহত সেনা সদস্য তানজিম সারোয়ারকে নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন সূচনা। সেই পোস্টে অনেকে তাকে উদ্দেশ্য করে নেতিবাচক মন্তব্য করেন, এবং সূচনা তাদের প্রতিটি সমালোচনার কটাক্ষ করে জবাব দেন।

পরের দিন, সাবেক আইসিটি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও উপদেষ্টা নাহিদকে নিয়ে আরও একটি পোস্ট করেন সূচনা। সেখানেও সমালোচনামূলক কমেন্টের জবাবে কটাক্ষ করেন তিনি। ওই পোস্টে সূচনা লিখেন, “যুগে যুগে পলকেরা নাহিদ হয়ে ফিরে আসে।” এক নেটিজেন তাকে প্রশ্ন করেন, “পলক কার নেতা ছিল?” জবাবে সূচনা বলেন, “অন্তত আমার না। গুজব চলাকালীনও আমি সাইবার সিকিউরিটি নিয়ে তার পেজে সরাসরি কমেন্ট করেছি।”

একজন তাকে প্রশ্ন করেন, “ইন্ডিয়া থেকে পোস্ট করছেন, কুমিল্লায় কবে আসবেন?” জবাবে সূচনা বলেন, “আছি তো কুমিল্লায়। নতুন বাসা গুছাচ্ছি, যেন তোমরা লুট, চুরি আর আগুন দিতে পারো।”

এই মন্তব্যগুলোর পর, সামাজিক মাধ্যমে অনেকেই তার কথার জন্য ক্ষোভ প্রকাশ করছেন।

কুমিল্লায় সাবেক মেয়র

কুমিল্লায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের কোটবাড়ি নন্দনপুরে সশস্ত্র হামলা ও গুলি চালানোর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব আবু সাঈদ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনাকে প্রধান আসামি করে ১০৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন কুমিল্লার আদর্শ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টুসহ সিটি করপোরেশনের ৫ কাউন্সিলর। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং ইউপি সদস্যদের আসামি করা হয়েছে।

গত ৪ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকার নন্দনপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়ে গুলি ছোড়ে মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এতে বেশ কয়েকজন আন্দোলনকারী আহত হন। এই ঘটনার জেরে সোমবার মামলা দায়ের করা হয়।

ওসি আলমগীর হোসেন ভূঁইয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে

প্রতিদিন ১০ হাজার রুপি চুক্তিতে কলকাতায় আত্মগোপনে সাবেক এমপি বাহার ও তার মেয়ে

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা বর্তমানে ভারতের কলকাতায় আত্মগোপনে আছেন বলে জানা গেছে। তারা বর্তমানে কলকাতায় এক রাজনৈতিক নেতার আশ্রয়ে অবস্থান করছেন।

ভারতীয় গণমাধ্যম ‘ওপি ইন্ডিয়া‘র একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় দশ দিন আগে সীমান্ত অতিক্রম করে তারা কলকাতায় পৌঁছেছেন এবং সেখানে অবস্থান করছেন। তাদের এই অবস্থানের জন্য প্রতিদিন প্রায় ১০ হাজার রুপি খরচ হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর, আওয়ামী লীগের বহু নেতাকর্মী আত্মগোপনে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় বাহাউদ্দিন বাহার এবং তার মেয়ে সূচনাও বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২৯ আগস্ট রাতে তাহসিন বাহার সূচনা কুমিল্লার বুড়িচং উপজেলার চারানল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর, ত্রিপুরা রাজ্যের বক্সনগরে দুই দিন অবস্থান করে ৩১ আগস্ট কলকাতায় যান। ভারতে প্রবেশে তাদের সহায়তা করেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ একজন ব্যবসায়ী।

‘ওপি ইন্ডিয়া’ আরও জানিয়েছে, ভারত থেকে লন্ডনে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার পরিকল্পনা করছেন তারা। উল্লেখযোগ্যভাবে, শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার পরপরই বাহাউদ্দিন বাহারের কুমিল্লার মনোহরপুরের বাড়িতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।