Tag Archives: মাইজখার ইউনিয়ন

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধির এমন দায়িত্বহীন কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। হামলাকারী আবুল বাসার মাইজখার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য। আহত কর কর্মচারী মো. মহসিন একই ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম আয়কর বিভাগে কর্মচারী পদে কর্মরত।

আহত আয়কর কর্মচারী মহসিন জানান, আমাদের নিজস্ব জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে ওই ইউপি সদস্যের সাথে আমার কথা কাটাকাটি হয়। ৮ সেপ্টেম্বর আমি চট্টগ্রাম থেকে বাড়ি আসার সময় রামমোহন নতুন বাজারের (পানিপাড়া বাজার) মাহী এন্টারপ্রাইজ দোকানে আসি। এসময় ওই দোকানে ইউপি সদস্য মো. বাসারও বসা ছিল। আমি সবার সাথে কুশল বিনিময় করে তার কাছে যেতেই সে ক্ষিপ্ত হয় আমার উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় ওই ইউপি মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।

অভিযুক্ত মো. আবুল বাসার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন- জমি সংক্রান্ত বিরোধে সে আমাকে মোবাইল ফোনে হুমকি ধমকি দেয়। ওই ক্ষোভে প্রথমে আমি তাকে ধাক্কা দেই এবং পরে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।

মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মহসিনকে তার মেয়ের সামনেই লাঞ্ছিত করেছে বলে আমি জেনেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক স্যারের কাছে পাঠানো হচ্ছে। সেখান থেকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

চান্দিনায় ৫ বছরের সাজা এড়াতে ১৮ বছর পলাতক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনা উপজেলার বাসিন্দা কবির হোসেন কিশোর বয়সে ৩০ বছর আগে কর্মের তাগিদে চট্টগ্রামে যান। সেখানে একটি রিক্সা গ্যারেজে কাজ করা অবস্থায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে গ্রেফতার হন। জামিনে থাকাবস্থায় ওই মামলায় পাঁচ বছরের সাজা হওয়ায় ১৮ বছর যাবৎ পলাতক কবির হোসেন (৪৫) নামের ওই ব্যক্তি। অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় চান্দিনা থানা পুলিশ।

আটক কবির হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের ভোমরকান্দি গ্রামের মমতাজ উদ্দিন মিন্টু’র ছেলে।

বুধবার (১০ মে) দিবাগত রাত চট্টগ্রামের খুলশী থানাধীন আমবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) জহিরুল ইসলাম ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) রিয়াজুল ইসলাম। পরদিন বৃহস্পতিবার (১১ মে) দুপুরে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০০১ সালে চট্টগ্রাম রেল স্টেশন এলাকায় ছিনতাইয়ের ঘটনা মামলার আসামী কবির হোসেন ওই মামলায় কয়েকবার কারাগারে যাওয়ার পর ২০০৪ সালে ওই মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড প্রদান করে চট্টগ্রামের বিচারিক আদালত। ওই মামলার ভয়ে পলাতক হয় কবির হোসেন। সাজাপ্রাপ্ত ওই আসামীর গ্রেফতারি পরোয়ানাটি চান্দিনা থানায় প্রায় দেড় যুগ পড়েছিল। খোঁজ নিয়ে জানা যায় ওই পলাতক আসামী চট্টগ্রামেই বসবাস করেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে চট্টগ্রামের ভাড়া বাসা থেকে আটক করা হয়।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম জানান, গ্রেফতারী পরোয়ানাটি ২০০৪ সালেই চান্দিনা থানায় আসে। আসামী এলাকায় না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে অনেক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতারে সক্ষম হয়েছি।

কুমিল্লার চান্দিনায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী নানার বিরুদ্ধে

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো নানার বিরুদ্ধে। রোববার দুপুর ২টায় উপজেলার মাইজখার ইউনিয়নের ছনবাড়িয়া গ্রামে ওই ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। জন্মগতভাবে কানে কম শুনতে পাওয়া ওই শিশুটি নানা-নানির সঙ্গে থাকে। একই বাড়ির চাচাতো নানা সুতা ব্যবসায়ী নজির মিয়া (৫৫) গরু ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করেন শিশুটির বাবা।

তিনি অভিযোগ করে বলেন, আমার বাড়ি পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলায়। আমার এক ছেলে দুই মেয়ের মধ্যে এই মেয়েটি দ্বিতীয়। ছোটবেলা থেকেই নানার বাড়ি ছনবাড়িয়া থাকে। রোববার দুপুরে তার চাচাতো নানা নজির আমার মেয়েকে গরু ঘরে নিয়ে ধর্ষণ করে।

এদিকে আমার শাশুড়ি আমার মেয়েকে বিভিন্ন স্থানে খুজতে থাকে। পরে ওই গরু ঘরের সামনে গেলে হঠাৎ ওই গরু ঘর থেকে আমার মেয়েকে ধাক্কা দিয়ে বের করে পালিয়ে যায় নজির। পরে তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সিরাজুম মুনিরা জানান, প্রাথমিকভাবে ওই শিশুর মধ্যে কিছুটা চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত নজির মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন করলে আমার অফিসার তথ্য সংগ্রহ করে নিয়ে আসেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।