Tag Archives: ময়নামতি ইউনিয়ন

বুড়িচংয়ে ছুরিকাঘাতে রাজমিস্ত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় বুড়িচংয়ে কামাল হোসেন (৩২) এক রাজমিস্ত্রীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে ৬নং ময়নামতি ইউনিয়ন বাজেবহর কাঁঠালিয়া এলাকায়।

একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে স্থানীয় ইউপির সদস্য ছেলে তুষার নামে এক যুবক মাদকাসক্ত হয়ে রাজমিস্ত্রীকে একাধিক ছুরিকাঘাত করে খুন।

নিহত যুবক বাজেবহর কাঁঠালিয়া এলাকার আ. মজিদ বেগের ছেলে।

স্থানীয়রা এমন ঘটনা দেখে চিৎকার করে কি করলি কি করলি বলে, তখন খুনি পালিয়ে যায়। লাশ নিয়ে স্থানীয়রা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক জানান সে মারা গেছে অনেক আগে। এমন খবর মুহূর্তে ৬ নং ময়নামতি ইউনিয়নে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয়রা জানান, এলাকার সাবেক মেম্বার শিপনের ছেলে তুষার। সে নেশাপানি করে একজন মাদকাসক্ত। এর আগেও রাজমিস্ত্রী কামাল হোসেনকে তার ঘরে গিয়ে মারধর করেছে। সে কারও কাছে বিচার পায়নি বলে সকলের কাছে বলাবলি করত। নিহত কামাল হোসেন বিয়ে করেছেন তার এক ছেলে এক মেয়ে রয়েছেন, পরিবারের লোকজন সাংবাদিকদের বলেন, তুষার একজন মাদকাসক্ত সে ‘নেশাপানি’ করে পূর্বেও সে কামাল হোসেন কে একবার মারধর করছে।

স্থানীয় কামাল হোসেন মৃত্যুর খবর পুলিশ কে জানালে সাথে সাথে কুমিল্লা পুলিশের সদর সার্কেল ও বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইসমাইল হোসেন ঘটনাস্থলে পুলিশ এর টিম নিয়ে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি ইসমাইল হোসেন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় সবার সহযোগিতা চেয়েছেন আসামিদের গ্রেফতার করার জন্য।

কুমিল্লায় বুড়িচংয়ে কামাল হোসেন (৩২) এক রাজমিস্ত্রীকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি ঘটেছে ৬নং ময়নামতি ইউনিয়ন বাজেবহর কাঁঠালিয়া এলাকায়। একটি বিস্কুট ফ্যাক্টরির সামনে স্থানীয় ইউপির সদস্য ছেলে তুষার নামে এক যুবক মাদকাসক্ত হয়ে রাজমিস্ত্রীকে একাধিক ছুরিকাঘাত করে খুন।

 

বুড়িচংয়ে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার, আটক ২

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ের সদর বাজার আরাগ রোড এলাকার উজ্জল গ্যারেজ থেকে চুরি হওয়া সিএনজি পাবনা থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই চোর মাহবুব ও কাউছারকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে থানার এস আই আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করে জানান,আটকৃত দুই চোরকে কোর্টের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত (৬ ডিসেম্বর) তারিখে রাত আনুমানিক ৩টা দিকে সদর বাজার আরাগ রোডের উজ্জল গ্যারেজ থেকে একটি চোরের দল গ্যারেজের সিসি ক্যামেরা বন্ধ করে কৌশলে নিয়ে যায়। পরে সিএনজি’র মালিক উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী এলাকার লেচু মিয়ার ছেলে মোঃ রাসেল আহমেদ থানাতে একটি মামলা দায়ের করেন।২৬ ফেব্রুয়ারি রোববার থানার ওসি মোঃ ইসমাইল হোসেনের নির্দেশনা মামলার তদন্তকারী মো: আব্দুল জব্বার তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা ডিএমপি মোহাম্মদপুর থানা এলাকা থেকে অভিযুক্ত চোর মোঃ কাউছারকে গ্রেফতার করে এবং তার তথ্যমতে চোর মাহাবুবকে রামপুরা থানা এলাকা থেকে আটক করে।

আটককৃত দুই চোর, মাহবুব ময়নামতি ইউনিয়নের কিং বাজেহুড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। অপরজন মোঃ কাউছার চান্দিনা উপজেলার সাতবাড়িয়া এলাকার আব্দুল বারেকের ছেলে।

তাদের উভয়ের দেয়া তথ্য মতে এস আই আব্দুল জব্বার পাবনা জেলার বেড়া থানাধীন বেড়া দাস পাড়া চোর মাহবুবের বোন জামাই সালাউদ্দিনের বাড়ির উঠান থেকে চুরি হওয়া সিএনজি উদ্ধার করে।