Tag Archives: স্বামী পলাতক

নোয়াখালীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পালিয়েছে নিহতের স্বামী।

নিহত ফৌজিয়া সুলতানা আরশী প্রিয়া (২৩) উপজেলার ৬নং কাবিলপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের খাঁরগো বাড়ির সাদ্দাম হোসেনের স্ত্রী।

শনিবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে,শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার আজিমপুর গ্রামের খাঁরগো বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, পারিবারিক কলহের জের ধরে একই দিন সন্ধ্যার দিকে দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বসত ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের বড় ভাই ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিন বছর আগে পারিবারিক ভাবে তার বোনের বিয়ে হয় সাদ্দামের সাথে। এর আগে সাদ্দামের সাথে তার প্রথম স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে যায়। কিন্ত আমার বোনের একটি সন্তান হওয়ার পর সে জানতে পারে তার স্বামীর সাথে তার প্রথম স্ত্রীর এখনো সম্পর্ক আছে এবং কিছু দিন আগে তার সে ঘরে একটি সন্তান জন্ম নেয়। এ নিয়ে তার স্বামীর সাথে তার কলহ দেখা দেয়। এতে শ্বশুর বাড়ির লোকজন ও তার শ্বাশুড়ী তাকিয়া খাতুন তার সাথে খুব খারাপ ব্যবহার করত। কয়েক দিন আগে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। নিহতের বড় ভাই অভিযোগ করে আরো বলেন, আমার বোনকে তার শ্বশুর বাড়ির লোকজন হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে ওই গৃহবধূ আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার মনোহরগঞ্জে ঘুমের মধ্যে স্ত্রীকে কুপিয়ে হ’ত্যা, স্বামী পলাতক

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ঝগড়ার পর সরস্বতী রানী (৩০) নামে এক গৃহবধূকে ঘুমের মধ্যে কুপিয়ে হ’ত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর রঞ্জিত চন্দ্র দাসের বিরুদ্ধে। স্ত্রীকে কুপিয়ে হ’ত্যার পর রঞ্জিত চন্দ্র দাস এখন পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বিকালে ৩ টার দিকে উপজেলার লক্ষনপুর মালেকার বাড়ির নিজ ঘরে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বিকাল ৫ টার পর পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত গৃহবধূ সরস্বতী রানী মনোহরগঞ্জ লক্ষনপুর মালেকার বাড়ির রঞ্জিত চন্দ্র দাসের স্ত্রী ও হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের উমেশ চন্দ্র দাসের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, মনোহরগঞ্জ লক্ষনপুর ইউনিয়নের লক্ষনপুর মালেকার বাড়ির ঝাল মুড়ি বিক্রিতা সুশীল চন্দ্র দাসের ছেলে রঞ্জিত চন্দ্র দাসের সঙ্গে হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামের উমেশ চন্দ্র দাসের মেয়ে সরস্বতী রানীর সঙ্গে ১২ বছর পূর্বে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ১০ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

বৃহস্পতিবার স্বজনদের সাথে দুপুরের খাবারের শেষে নিজ ঘরে যায় তারা। বিকাল ৩ টার দিকে গৃহবধূ সরস্বতী রানীর চিৎকারে আশপাশে থাকা স্বজনরা গিয়ে দেখন সরস্বতী রানীর দেহের বিভিন্ন স্থান কুপানো র’ক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছেন। এসময় তার স্বামী রঞ্জিত দাস দরজা খুলে দৌঁড়ে গিয়ে পালিয়ে যায়।

পরে পরিবারের লোকজন স্থানী চিকিৎসক নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃ’ত বলে ঘোষণা করেন।

নিহত গৃহবধূর দেবর সঞ্জিত এর স্ত্রী পপিরানী দাস বলেন, তাদের বিবাহ হওয়ার পর থেকে তাদের মধ্যে অমীল দেখা যায়। দুই থেকে তিন বছর পর তারা আলাদা বসবাস করে। গত কয়েকদিন আগে একসাথে বাড়িতে আসেন, আজ দুপুরে খাবারের পর নিজ ঘরে যায় তারা।পরে তাদের চিৎকার শুনে ঘরে গিয়ে দেখি সরস্বতী রানী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর তার স্বামী রঞ্জিত দৌঁড়ে পালিয়ে যায়।

মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তপন কুমার বাপ্পি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত নিহতের স্বজনেরা কেউ থানায় আসেনি।

চাঁদপুরে খাটের নিচ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

 

ডেস্ক রিপোর্টঃ

চাঁদপুরে শাপলা আক্তার রিমি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের দক্ষিণ আশিকাটি গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ময়মনসিংহ জেলার চরকুমারিয়া গ্রামের ইদ্রিস আলীর মেয়ে। তার স্বামী শাহপরান গাজী পাশের শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদি গ্রামের শহর গাজীর ছেলে।

তারা চাঁদপুরের ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী তাকে হত্যা করে খাটের নিচে মরদেহ ফেলে পালিয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই দম্পতির ঘরে বাইরে থেকে তালা মারা দেখতে পান পাশের বাসার এক ভাড়াটিয়া। তবে জানালার পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে তাকাতেই খাটের নিচে রিমিকে পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ, পিবিআই ও সিআইডির কর্মকর্তারা। এসময় ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ বলেন, একমাস আগে শাহাপরান গাজী এনায়েত পাটোয়ারি বাড়ি একটি কক্ষ ভাড়া নেন। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে- রাতের কোনো একসময় স্ত্রী রিমিকে শ্বাসরোধ করে হত্যা করেন স্বামী। পরে মরদেহ ফেলে রেখে পালিয়ে যান তিনি।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী শাহপরান গাজীকে আটকের চেষ্টা চলছে।

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে হ ত্যা, স্বামী পলাতক

 

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় যৌতুকের দাবিতে ফেরদৌসী আক্তার নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ১নং বিশেষ আদালতে ভিকটিমের বাবা খলিলুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এদিকে গত ১৬ সেপ্টেম্বর রাতে ওই ঘটনার পর থেকে ফেরদৌসীর স্বামী আনিছুর রহমান ও তার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ আগস্ট জেলার চান্দিনা উপজেলার আওরাল গ্রামের মো. খলিলুর রহমানের মেয়ে ফেরদৌসী আক্তারের (২২) সাথে একই উপজেলার বরকরই গ্রামের আবদুর রহিমের ছেলে আনিছুর রহমানের (৩৫) বিয়ে হয়। তাদের মেহেদী রহমান নামে ১৩ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে। এদিকে বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে ফেরদৌসী আক্তারের স্বামী ও পরিবারের লোকজন বিভিন্ন সময়ে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল। এতে সে তার বাবার নিকট হতে ১ লাখ টাকা এনে দেয়।

এর কয়েক মাস পর আনিছুর রহমান বিদেশ যাওয়ার কথা বলে আবারও টাকা এনে দেওয়ার জন্য ফেরদৌসীকে চাপ সৃষ্টি করলে সে তার বাবার নিকট হতে আড়াই লাখ টাকা এনে দিয়েছে। কিন্তু সে বিদেশ না গিয়ে নানাভাবে ওই টাকা খরচ করে। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ নিয়ে সামাজিক দেন-দরবার হলেও ফেরদৌসী নির্যাতনের শিকার হতে থাকে।

একপর্যায়ে গত কয়েকমাস ধরে আনিছুর রহমান স্ত্রী-সন্তানসহ কুমিল্লা আদর্শ সদর উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। মামলায় বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর আনিছ ব্যবসা করবে বলে আবারও ৩ লাখ টাকা এনে দেওয়ার জন্য ফেরদৌসীকে চাপ সৃষ্টি করে। এতে অপারগতা প্রকাশ করায় ওইদিন গভীর রাতে আনিছ ও তার পরিবারের লোকজন ফেরদৌসীকে নির্যাতনপূর্বক হত্যা করে এবং তার মুখে বিষ ঢেলে দেয়। পরে পুলিশ ওই বাসা থেকে ফেরদৌসীর লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করে এবং এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়।

ঘটনার পর থেকে আনিছ পলাতক রয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ফেরদৌসীর বাবা খলিলুর রহমান বাদী হয়ে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ১নং বিশেষ আদালতে আনিছুর রহমানসহ ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার বাদীপক্ষের অ্যাডভোকেট মো. আবদুল মমিন ও অ্যাডভোকেট ছিদ্দিকুর রহমান জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে কোতয়ালী থানার ওসিকে নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে রেকর্ড করার জন্য নির্দেশ দিয়েছেন।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল হক জানান, আদালতের আদেশের কপি এখনো থানায় পৌঁছেনি, আদেশের কপি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুরাদনগরে অন্তঃসত্বা স্ত্রী খুন, স্বামী পলাতক

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
মুরাদনগর উপজেলায় মোবাইলফোন নিয়ে পারিবারিক কলহের জেরধরে এক সন্তানের জননী অন্ত:সত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা করে স্বামী পালিয়েছে।

মুরাদনগর থানা পুলিশ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করেছে।

নিহত শেলিনা আক্তার শেলি(২০) উপজেলার রহিমপুর গ্রামের আবদুস সোবহানের মেয়ে। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

স্থানিয় সুত্র ও পুলিশ জানায়, শেলিনার সাথে পার্শ্ববর্তী নবীপুর গ্রামের শাহজাহানের ছেলে জিলানীর(৩৫) বছর চারেক সাথে প্রেমের সম্পর্কের জের ধরে বিয়ে হয়েছিল। এ দম্পতির রয়েছে খাদিজা নামের তিন বছরের একটি কন্যা সন্তান শেলিনাকে বিয়ে করার আগে জিলানী আরেকটি বিয়ে করে। শেলিনা বাবার বাড়িতেই থাকত। গত মঙ্গলবার রাতে মোবাইল ফোন নিয়ে ঝগড়া-বিবাদ হয়। সকাল পেরিয়ে দুপুর হলেও শেলিনার কোন সাড়াশব্দ না পেয়ে পাশের লোকজন দেখে দরজা বাহির হতে লাগানো। দরজা খুলে দেখে শেলিনার নিথর দেহ পড়ে আছে বিছানায়। খবর পেয়ে মুরাদনগর থানার এস আই সুলতান ঘটনাস্থল রহিমপুর হতে শেলিনার লাশ উদ্ধার করে। স্বামী ঘটনার পর হতে পলাতক রয়েছে। লাশের সুরতহালকালে দেখা যায় তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারনা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ওসি এ কে এম মঞ্জুর আলম জানান, ঘটনাস্থল হতে শেলিনার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

নগরীর রেইসকোর্সে গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা নগরীতে লিজা আক্তার (২৪) নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

বুধবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নগরীর রেইসকোর্স এলাকার একটি ভবনের নিচতলায় তালাবদ্ধ কক্ষ থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে লিজা আক্তারের সঙ্গে প্রায় ৩ মাস আগে একই উপজেলার বাকশিমুল গ্রামের আবদুল্লাহ আল-মাসুদের বিয়ে হয়। পরে গত দেড় মাস যাবৎ এ দম্পতি নগরীর রেইসকোর্স এলাকার ওই ভবনের নিচতলার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। বুধবার ওই বাসা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এতে স্থানীয়রা বিকালে পুলিশকে খবর দেন।

কোতয়ালী মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া পিপিএম জানান, ওই ভবনের নিচতলার একটি কক্ষ থেকে গৃহবধূ লিজার অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে- স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার জেরে গত ২-৩ দিন আগে এ ঘটনা ঘটে থাকতে পারে।