শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিচারপতি ইয়ামিন রশিদের হত্যাকারীদের মুক্তির দাবিতে মালদ্বীপের মালেতে বিক্ষোভ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২৪, ২০১৮
news-image

 

জুয়েল খন্দকার, মালদ্বীপ ঃ

জনপ্রিয় বিচারপতি ইয়ামিন রশীদের হত্যাকারীদের মুক্তির দাবিতে মালদ্বীপের রাজধানী মালেতে শান্তিপূর্নভাবে বিক্ষোভ সভা করেন। মালদ্বীপের জনপ্রিয় বিচারপতি ইয়ামিন রশিদের হত্যার প্রায় ১ বছর হয়েগেল কিন্তু এখনো কোন বিচার শুরু করেনি মালদ্বীপের ভ্রাম্যমাণ আদালত, যদিও কয়েকজন আসামীকে হত্যার পরপরই গ্রেফতার করেছিলেন মালদ্বীপের পুলিশ, মামলার বিচার কবে শুরু হবে এই বিষয়ে আজ কেও বলতে পারছেন না ! মালদ্বীপের বিচারপতি ইয়ামিন রশিদের মা বাবা জানায় যে জনপ্রিয় বিচারপতি ইয়ামিন রশিদ রাতে বাসার সিঁড়িদিয়ে উপরে উঠার সময়ে একদল লোক তাকে কুপিয়ে হত্যা করেন। জনপ্রিয় বিচারপতি ইয়ামিন রশিদের বন্ধু বান্ধব ও আতœীয় স্বজনরাও এই হত্যেকান্ডের সাথে জড়িত আছেন বলে, বিচারপতি ইয়ামিন রশিদের বাব মা জানায়!

তারা আর জানায়, যে বিচারপতি ইয়ামিন রশিদেকে হত্যার সময়ে সকলের মুখ বাঁধাছিল “সিসি ক্যামেরার রেকর্ডে থেকে আমরা পেয়েছি” সেই রেকর্ডের কপি পুলিশের কাছেও আছে, আসামীদের সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও দেখেও পুলিশ সবাইকে, গেল এক বছরেও গ্রেফতার করতে পারেনি, যদিও কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে তাদেরকেও কোন বিচারে নিচ্ছেন না মালদ্বীপের ভ্রাম্যমাণ আদালত! বাহিরে থাকা আসামীরা বুক ফুলিয়ে প্রশাসনের সামনে দিয়ের হাঁটছে কিন্তু প্রশাসন তাদেরকে গ্রেফতার করছেন না! জনপ্রিয় বিচারপতি ইয়ামিন রশিদের বাবা মা আর জানায় যে আমরা যাতে মামলা উঠিয়ে নেই সেই জন্যে অনেক সময়ে অনেক প্রতাবশালীদের হুমকির মুখে পড়তে হচ্ছে আমাদেরকে! তবে মালদ্বীপের জনপ্রিয় বিচারপতি ইয়ামিনের বাবা মায়ের দাবি তাদের সন্তানের হত্যার যেন সুষ্ঠু বিচার করেন মালদ্বীপের ভ্রাম্যমাণ আদালত।

আর পড়তে পারেন