মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আইপিএলের রেকর্ডবুকে নাম তুললেন মহেন্দ্র সিং ধোনি

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ২২, ২০১৯
news-image

 

স্পোর্টস ডেস্ক :

আরসিবি’র কাছে ১ রানে ম্যাচ হারলেও চিন্নাস্বামীতে আইপিএলের রেকর্ডবুকে নাম তুলে ফেললেন চেন্নাই কাপ্তান মহেন্দ্র সিং ধোনি। গতকালের ম্যাচে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন ধোনি। ধোনির বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ৫টি চার ও ৭টি ছয় দিয়ে।

সাত ছক্কা হাঁকিয়ে এদিন আইপিএলে ২০০টি ছক্কা হাঁকানোর নজির টপকে গেলেন ধোনি। ভারতীয়দের মধ্যে ধোনিই প্রথম ক্রিকেটার যিনি আইপিএলে ২০০ ছক্কা হাঁকালেন। ম্যাচ শেষে ধোনির আইপিএল ছক্কার সংখ্যা ২০৩টি।

আইপিএলে সর্বাধিক ৩২৩টি ছক্কা হাঁকিয়ে শীর্ষস্থানে রয়েছেন ক্রিস্টোফার হেনরি গেইল। ২০৪টি ছয় হাঁকিয়ে তালিকায় দু’নম্বরে রয়েছেন এবি ডি’ভিলিয়ার্স। ২০৩টি ছয় হাঁকিয়ে তিনে রয়েছেন ধোনি। চারে রোহিত হিটম্যান শর্মা। আইপিএলে তিনি মোট ১৯০টি ছয় হাঁকিয়েছেন। তালিকায় পাঁচে রয়েছেন সুরেশ রায়না।

আর পড়তে পারেন