রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শূন্যতা- এমএ ওহাব মণ্ডল

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০১৮
news-image

আজ বহু দিন যাবৎ তোমার কাছ থেকে দূরে আছি।
তোমার দৃষ্টির সীমানার বাইরে-আমার বসবাস।
ইচ্ছে করলেই তোমার চোখের সম্মুখে দাঁড়াতে পারিনা।
তোমাকে ভেবে-
গাল বেয়ে টপটপ করে জল প’ড়ে।
তোমাকে দেখার পাগল তৃষ্ণার্ত দু’টি চোখ
এখন তোমাকে নিছক খুঁজে বেড়ায়-
এপাড়ায়-ওপাড়ায়-আমার ব্যস্ততার রেজিস্টার বুকে।
বুকের গহীণে বালুচরের মতো জেগে ওঠে
দগদগে ব্যথার চর।
শুধু তোমার শূন্যতা আমাকে গিলে খেয়েছে।
বড্ড মর্মাহত প্রাত্যহিক দিন কাটছে আমার।
তুমি চাইলে আমার সমস্ত শূন্যতা মুছে দিতে পারো।
বাহুভরা প্রেম নিয়ে কাছে এসো
প্রিয় তিলোত্তমা লামিয়া আফনান।

আর পড়তে পারেন