কুমিল্লাতে আজ শুরু হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর ঈদ শপিং ফেস্ট
প্রেস বিজ্ঞপ্তিঃ
আসন্ন ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে দি আর্ট অব বিউটি স্লোগানে হীরে ও স্বর্ণের গহনার বিশাল সমাহার নিয়ে কুমিল্লা ক্লাবের পঞ্চম তলায় শুরু হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড এর তিন দিন ব্যাপি (২৬ জুলাই থেকে ২৮ জুলাই ২০১৮) ঈদ শপিং ফেস্ট। কুমিল্লাবাসীদের হাতে আন্তজার্তিক মান সম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী তুলে দিতেই প্রথমবারের মত কুমিল্লাতে এ মেলার আয়োজন করেছে ISO Certified জনপ্রিয় জুয়েলারী এই প্রতিষ্ঠানটি।
মেলা উদ্বোধন করবেন কুমিল্লা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর প্রেসিডেন্ট, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ
ই প্রথম একই ছাদের নিচে রোজ গোল্ড কালেকশন, নূর কালেকশন, নিকাহ কালেকশন, প্রমিজ কালেকশন, ম্যাগনাস কালেকশন সহ ডায়মন্ড ও গোল্ডের প্রায় চল্লিশ হাজারের ও বেশী ডিজাইনের প্রোডাক্ট পাওয়া যাবে এই মেলায়।
বাড়তি আকর্ষন হিসেবে মেলায় কেনাকাটায় পাওয়া যাবে DIAMOND JEWELLERY এর উপর ৩০% DISCOUNT, GOLD JEWELLERY এর MAKING CHARGE এর উপর 50% DISCOUNT মেলা চলবে ২৬ জুলাই/২০১৮ থেকে ২৮ জুলাই/২০১৮ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০ টা পর্যন্ত।