দাউদকান্দিতে বাসচাপায় কলেজছাত্রী নিহত

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীর নিহত হয়েছেন। নিহত রেজওয়ানা করিম রিমি উপজেলা জুরানপুর আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি তিতাস উপজেলা জিয়ারকান্দি গ্রামের রেজাউল করিমের মেয়ে।
জানা যায়, কলেজ ছুটির পর বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন রিমি।
শহীদনগর বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় সেন্টমার্টিন পরবহনের একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে দূরের শিক্ষার্থীদের পরিবহনের জন্য কলেজের নিজস্ব বাস রয়েছে। তবে আজ রবিবার কলেজ বাস বন্ধ ছিল।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম জানান, ওই ছাত্রীরা দেরি করে গেছে। আজ পরীক্ষা ছিল, তাই বাস বন্ধ ছিল।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।