সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

যদি সীমা নৌকা পাইতো, তখন রিফাত ভাই আমার পিছনে থেকে কইতো সীমারে ফেল করাও

আজকের কুমিল্লা ডট কম :
জুন ৩, ২০২২
news-image

 

স্টাফ রিপোর্টার:

এবার মুখ খুললেন কুসিক নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। নগরীতে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে তিনি বলেছেন – “ যখন আমি তাদের জন্য করছি , তখন  আমি চোর না। এখন রিফাত ভাই নির্বাচনে  দাড়াইছে, তাই আমি এখন চোর হয়ে গেছি। যদি রিফাত ভাই নৌকার মাঝি না হয়ে সীমা নৌকার মনোনয়ন পাইতো,  তখন আবার রিফাত ভাই আমার পিছনে  থাকতো আর কইতো সীমারে ফেল করাও। এটাই বাস্তবতা।

নির্বাচনী প্রচারণা করতে গিয়ে নৌকা প্রতিকের প্রার্থী আরফানুল হক রিফাত  এবং উনার নেতাকর্মীরা সাক্কুকে চোর, দুর্ণীতিবাজ বলে আখ্যায়িত করছেন বার বার। এই অপবাদের প্রেক্ষিতে সাক্কু এসব  কথা বলেন।

আর পড়তে পারেন