বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবিতা: নতুন ঘর বসতি

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ২৭, ২০২৩
news-image

ইয়াছিন আরাফাত:

তোমার আমার মাঝে যা ছিল সবই মুছে যাবে স্মৃতি,

পাওয়া,না পাওয়া নিয়ে চিন্তা থাকবে না,কেঁটে যাবে ভীতি।

অন‍্য কারোর সুখের জন‍্য, নিজের সুখের জন‍্য আমার সাথে পাল্টে দিবে নীতি;

তারপরও দিতে পারব না আমি মানুষ নামে অমানুষের স্বীকৃতি।

বলতে কি পারবে কতটুকু ভালোবাসলে,এতো ঘৃণা করার পরও কেন তোমার প্রতি আমার এতো প্রীতি?

এতো ভালোবাসি, এতো ভালোবাসি,এমন কেন করলে?ভুলেও চাই নি তো কখনো তোমার ক্ষতি।

তোমার দোষ হোক কিংবা আমার দোষ, না দেখে আমিই করেছি প্রথমে নতি।

ভালো কিংবা খারাপ লাগ, জানার চেষ্টা করেছি তোমার অনুভূতি।

যা কিছু বল না কেন, কিছুই না বলে তোমার কাছে ছিলাম একজন ভালো শ্রুতি।

জেনে রাখো ভালোবেসেছি তবে না পাওয়ার যন্ত্রণায় কখনো দেব না আত্মহুতী।

ভালোবাসা কমবে না কখনো তোমার প্রতি।

ভালোবাসলে ফিরে আসো,তোমাকে নিয়ে বাঁধতে চাই পুরনো সেই নতুন ঘর বসতি।

আর পড়তে পারেন