শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ১১, ২০২০
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা।

সোমবার (১০ আগষ্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, এই হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কুমিল্লার বরুড়ায় তাজুল ইসলাম (৬০), চৌদ্দগ্রামের নজরুল ইসলাম (৫৫), লালমাইয়ের মাসুদা (৮০) এবং আইসিইউতে লাকসামের লাল মিয়া (৬৫) ও সদর দক্ষিনের আবদুল করিম (৭০)।

এই হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৩০ জন, সুস্থ্য হয়েছে ৮ জন এবং মোট ভর্তি আছে ১৩৮ জন। তার মধ্যে আইসিউতে ভর্তি আছে ৯ জন মহিলাসহ ১৮ জন।

আর পড়তে পারেন