শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বরুড়ায় হিন্দু পরিবারের নববধূর আত্ম হত্যা

আজকের কুমিল্লা ডট কম :
আগস্ট ৭, ২০১৯
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লার বরুড়ায় এক হিন্দু পরিবারের নববধূ আতœহত্যা করেছে বলে জানা যায়।

থানা সূত্রে জানা যায়, গত (১৮ জুলাই) হিন্দু ধর্মীয় নিয়মে পারিবারিকভাবে বরুড়া উপজেলার শিলমুড়ী (দঃ) ইউনিয়নের আমড়াতলী গ্রামের দিলিপ দত্তের ছেলে কাজল চন্দ্র দত্তের সাথে মৃত- নিরঞ্জন সরকারের মেয়ে প্রিয়া রানী সরকারের বিবাহ অনুষ্ঠিত হয়।

বিবাহের ৬ দিনের মাথায় প্রিয়া রানী কাউকে কিছু না, জানিয়ে বাড়ী থেকে পালিয়ে যায়। শশুর বাড়ীর লোকজন তাকে কোথাও খোঁজা-খুজি করে না পেয়ে, বরুড়া থানা একটি হারানো ডায়রী করে। গত (৫ আগস্ট) তার পরিবার তাকে খোজে বের করে, শাকপুর ইউনিয়নের রাজপুর গ্রামের তার নানার বাড়ীতে নিয়ে আসে।

খবর পেয়ে প্রিয়া রানীর শশুর বাড়ীর লোকজন তার নানার বাড়ীতে যান এবং তাকে পুনরায় ঘরে তুলতে সম্মতি প্রকাশ করে। মঙ্গলবার (৬ আগস্ট) প্রিয়া রানী সরকার তার নানার বাড়ীতে আতœহত্যা করে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বরুড়া থানায় নিয়ে আসে।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আজম উদ্দিন মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আতœহত্যা। একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের মরদেহ কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে।

আর পড়তে পারেন