শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সদর দক্ষিণে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ১, ২০১৮
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১ অক্টোবর) সকালে ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রন ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম, রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তর এর আয়োজনে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রূপালী মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আশরাফুর রহমান, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা বেগম প্রমুখ। উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, সদর দক্ষিণ ও নবগঠিত লালমাই উপজেলার ৩৩৫ টি প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে সপ্তাহ ব্যাপী।

দুই উপজেলায় ৯৮,৫০০ শিক্ষার্থীকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।

আর পড়তে পারেন