Tag Archives: আর্জেন্টিনা

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

চার গোলের ঝড়ে কলম্বিয়াকে উড়িয়ে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

সময়টা যেন পুরোপুরি আর্জেন্টিনার! ফুটবল বিশ্বকাপ থেকে শুরু করে কোপা আমেরিকা, সব জায়গাতেই নিজেদের আধিপত্য বজায় রেখেছে আলবিসেলেস্তেরা। এবার ফুটসালেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলো লিওনেল মেসির দেশ। পেরুর লিমায় অনুষ্ঠিত কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসাল টুর্নামেন্টের ১০ম আসরের ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা।

দক্ষিণ আমেরিকার ১০ দলের অংশগ্রহণে পেরুতে আয়োজিত এই টুর্নামেন্টে সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। এরপর সোমবার (২৫ নভেম্বর) লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত ফাইনালে কলম্বিয়াকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় তারা।

এই টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল আর্জেন্টিনা ২০১৬ সালে। ১০টি আসরের মধ্যে বাকি ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল।

ফাইনালে ম্যাচের প্রথমার্ধে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের হয়ে গোল করেন সোনের, আলভারেজ, গ্রানাডা ও সিলগুয়েরো। কলম্বিয়ার হয়ে দুই গোল করেন লিলে।

এর আগে গ্রুপ পর্বে দুই জয় ও দুই ড্রয়ে রানার্সআপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় আর্জেন্টিনা। সেখানে ব্রাজিলকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর এবার কলম্বিয়াকে হারিয়ে শিরোপাও ঘরে তুলল আলবিসেলেস্তেরা।

মার্তিনেজের গোলে

মার্তিনেজের গোলে আর্জেন্টিনা জয়ে ফিরল

মার্তিনেজের গোলে আর্জেন্টিনা জয়ে ফিরল

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাইপর্ব হলেও ম্যাচটি আর্জেন্টিনার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ পেরু হলেও, বর্তমান ফর্ম ও দলের সেরা তারকাদের ইনজুরির কারণে চাপে ছিল বিশ্বচ্যাম্পিয়নরা। হার বা ড্র করলে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়তে হতো লিওনেল মেসিদের।

গত বছরের এপ্রিল থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে রয়েছে আর্জেন্টিনা। দেড় বছরের বেশি সময় ধরে শাসন করার পর শীর্ষস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছিল। পেরুর বিপক্ষে ড্র বা হারলে দুই নম্বরে নেমে যেতে হতো তাদের। তবে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে সেই শঙ্কা দূর করেছে আর্জেন্টিনা। একই সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

বুধবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় বুয়েনস আইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে পেরুর বিপক্ষে মাঠে নামে লিওনেল স্ক্যালোনির দল। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। তবে দ্বিতীয়ার্ধে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক আর্জেন্টিনা।

ম্যাচের নির্ধারক গোলটি আসে ৫৫তম মিনিটে। ডি-বক্সের ভেতর লিওনেল মেসির দারুণ এক চিপ পাসে ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ দুর্দান্ত এক ভলিতে বল জালে পাঠান। এই গোলেই ডেডলক ভাঙে এবং ঘরের মাঠে বছরের শেষ ম্যাচে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।

২০২৬ সালের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও শক্তিশালী করল আর্জেন্টিনা।

ইনজুরির কবলে আর্জেন্টিনা

ইনজুরির কবলে আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ইনজুরির কবলে আর্জেন্টিনা, দুশ্চিন্তায় স্কালোনি

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাই পর্বে আগামী বুধবার সকাল ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে ম্যাচের আগে কোচ লিওনেল স্কালোনির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দলের মোট ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোটে পড়েছেন, যা দল গঠনে সমস্যার সৃষ্টি করছে।

সবশেষ ম্যাচে আর্জেন্টিনা প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে। চলতি বছর পেরুর বিপক্ষে এটিই হবে তাদের শেষ ম্যাচ। জয় দিয়ে বছর শেষ করতে চায় আর্জেন্টিনা। তবে ইনজুরি সমস্যায় ভুগতে থাকা স্কোয়াড এবং সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে চিন্তায় পড়েছেন স্কালোনি। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে পরাজয় তাদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

প্রথমে চোট পান জের্মান পেৎজেল্লা। এরপর থেকে একে একে আরও কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়েন। স্কালোনি ফাকুন্দো মেদিনাকে ডেকে নিয়েছিলেন, তবে নতুন কোনো খেলোয়াড় দলে যোগ করার মতো অবস্থায় নেই আর্জেন্টিনা।

পেরুর বিপক্ষে শেষ অনুশীলনের পর আর্জেন্টিনার গণমাধ্যম নিশ্চিত করেছে, দলে ছয়জন তারকা খেলোয়াড় ইনজুরিতে ভুগছেন। এর মধ্যে তিনজন সম্পূর্ণভাবে স্কোয়াডের বাইরে চলে গেছেন।

ক্রিশ্চিয়ান রোমেরো ডান পায়ের বুড়ো আঙুলে আঘাত পেয়ে দলের বাইরে আছেন। নাহুয়েল মলিনা ডান পায়ের উরুর মাংসপেশিতে অস্বস্তি অনুভব করছেন। নিকোলাস টালিয়াফিকো প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে কাঁধে চোট পেয়েছেন। লিসান্দ্রো মার্টিনেজ লেস্টার সিটির বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছেন। জের্মান পেৎজেল্লা মাংসপেশির সমস্যায় ভুগছেন, আর নিকোলাস গঞ্জালেস ডান পায়ের হাড়ে আঘাত পেয়েছেন।

তবে ইনজুরির এই সমস্যার মাঝেও পয়েন্ট টেবিল কিছুটা স্বস্তি দিতে পারে আর্জেন্টিনাকে। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে কলম্বিয়া ও উরুগুয়ে। আর ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।

ভোরে মাঠে নামবে বিশ্বকাপজয়ী

ভোরে মাঠে নামবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা

ভোরে মাঠে নামবে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাইপর্বে চলতি বছরে শেষ উইন্ডোতে দুইটি ম্যাচ খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথম ম্যাচে আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে প্যারাগুয়ের। যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী বিশ্বকাপে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে প্যারাগুয়ে। দেশটির ৩৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়াম স্তাদিও ডিফেন্সরস দেল চাকোতে বাংলাদেশ সময় ১৫ নভেম্বর (শুক্রবার) ভোর সাড়ে ৫টায় ম্যাচটি শুরু হবে।

এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের জন্য রয়েছে সুখবর। স্পোর্টজফাই অ্যাপ ডাউনলোড করে মোবাইল ফোনে লাইভ খেলা দেখা যাবে। লাইভ স্ট্রিম অ্যাপ ফ্যানাটিজ ইউএসএ তেও ম্যাচটি দেখা যাবে। এছাড়া, ইয়াসিন টিভি অ্যাপ থেকেও সরাসরি দেখা যাবে আর্জেন্টিনা-প্যারাগুয়ে ম্যাচ।

১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনাকে এখনো পর্যন্ত হারাতে পারেনি প্যারাগুয়ে। ২০১৬ সালের পর প্যারাগুয়ে আর কখনোই আলবিসেলেস্তাদের হারাতে পারেনি। এই ম্যাচে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা বেশি। তবে প্যারাগুয়ে এবার কী করতে পারে, সেটাই দেখার বিষয়।

ম্যাচে স্থানীয় দর্শকদের জন্য একটি অদ্ভুত নিষেধাজ্ঞা আরোপ করেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন। তারা আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসতে পারবে না।

মেসির ফেরার ম্যাচে

মেসির ফেরার ম্যাচে জয়হীন আর্জেন্টিনা

মেসির ফেরার ম্যাচে জয়হীন আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার হয়ে মাঠে নামার পর লিওনেল মেসি ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। অবশেষে তিনি ফিরেছেন এবং বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে তার ফেরার ম্যাচে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১১ অক্টোবর) ভোর রাতে ভেনেজুয়েলার স্তাদিও মাতুরিনে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে ৩০ মিনিট দেরি হয়। টানা বৃষ্টিতে মাঠে পানি জমে গেলেও খেলা চালিয়ে যায় দুই দল।

ম্যাচের শুরুতেই আর্জেন্টিনা এগিয়ে যায়। ১৪ মিনিটে মেসির ফ্রি-কিক থেকে ভেনেজুয়েলার গোলরক্ষক বল ফিরিয়ে দিলে নিকোলাস ওটামেন্ডি সেই বল পেয়ে জালে পাঠিয়ে দলকে লিড এনে দেন। আর্জেন্টিনা ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

বিরতির পর ভেনেজুয়েলা ঘুরে দাঁড়ায়। ম্যাচের ৬৫ মিনিটে রন্দন গোল করে দলকে সমতায় ফেরান। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতা নিয়েই ম্যাচ শেষ হয়।

এই ড্রয়ের পরও দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। আর্জেন্টিনা পরবর্তী ম্যাচে ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে।

‘মিল্টন’ নিয়ে চিন্তিত

‘মিল্টন’ নিয়ে চিন্তিত আর্জেন্টিনা ফুটবল দল

‘মিল্টন’ নিয়ে চিন্তিত আর্জেন্টিনা ফুটবল দল

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে আর্জেন্টিনা ফুটবল দলের জন্য বড় একটি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘূর্ণিঝড় ‘মিল্টন’। ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামার আগে আলবিসেলেস্তাদের ভ্রমণ পরিকল্পনায় এই ঝড় বিপর্যয় সৃষ্টি করেছে।

তথ্য অনুযায়ী, বিশ্ব চ্যাম্পিয়নরা এখন ম্যাচের আগের দিন ভেনেজুয়েলায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এছাড়া, ম্যাচটি এক দিন পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন দলটি দুই ম্যাচের অনুশীলনের জন্য ফ্লোরিডার ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি ক্লাবকে বেছে নিয়েছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খেলোয়াড়রা যোগ দেন। তবে, ফ্লোরিডা থেকে ভেনেজুয়েলার মাতুরিনে তাদের ভ্রমণ পরিকল্পনায় মিল্টন বাধা সৃষ্টি করেছে। ক্যাটেগরি ৫ মাত্রার এই হারিকেন ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানার কথা রয়েছে।

এদিকে, চোট কাটিয়ে মেজর লিগ সকারে ফিরে আসা অধিনায়ক লিওনেল মেসি সম্পূর্ণ ফিট হয়ে জাতীয় দলের হয়ে মাঠে নামার কথা নিশ্চিত করেছেন কোচ।

আগামীকাল বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা। পাঁচ দিন পর মেসিদের প্রতিপক্ষ হবে বলিভিয়া। এ অঞ্চলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে বাছাইয়ের পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

ক্রোয়েশিয়াকে হারিয়ে

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট:

২০২২ সালে লিওনেল মেসির নেতৃত্বে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। সেই জয়ের ধারা ধরে রেখেই আর্জেন্টাইন ফুটবলের সোনালী সময় এখনো চলছে। ফুটসাল ফুটবলেও আর্জেন্টিনা জয়ের পথে এগিয়ে চলেছে। যদিও ফুটসাল বিশ্বকাপের শেষ আসরে ফাইনালে পৌঁছালেও শিরোপা জয় সম্ভব হয়নি, রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের।

তবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের এই অসাধারণ সাফল্য অন্য দলগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। সেই ধারাবাহিকতায়, ফিফা ফুটসাল বিশ্বকাপের ১০ম আসরে দুর্দান্ত ফর্মে রয়েছে আর্জেন্টিনার ফুটসাল দল। গতরাতে শক্তিশালী ক্রোয়েশিয়াকে ২-০ গোলে পরাজিত করে ফুটসাল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আলবিসেলেস্তেরা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দের হুমো আরিনা স্টেডিয়ামে সুপার সিক্সটিনের ম্যাচে আর্জেন্টিনা ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারায়। আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন মাতিয়াস রোসা ও অ্যালান ব্রান্ডি। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার পান মাতিয়াস রোসা। অন্যদিকে, এই পরাজয়ের ফলে ক্রোয়েশিয়া রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নেয়।

গ্রুপপর্বে আর্জেন্টিনা তাদের তিন ম্যাচে প্রতিপক্ষের জালে মোট ১৮টি গোল দেয়। প্রথম ম্যাচে ইউক্রেনকে ৭-০ গোলে উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ২-১ গোলে কঠিন এক জয় পায়। তৃতীয় ম্যাচে অ্যাঙ্গোলাকে ৯-৫ গোলে পরাজিত করে গ্রুপসেরা হয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করে তারা। সেখানে ক্রোয়েশিয়াকে ২-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে।

কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা কাজাখস্তানের মুখোমুখি হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর।

র‍্যাঙ্কিংয়ে পেছাল ব্রাজিল, আর্জেন্টিনা শীর্ষে

ডেস্ক রিপোর্ট:

মাঠের ফুটবলে সময়টা একেবারেই ভাল কাটছে না ব্রাজিলের। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে নিজেদের সবশেষ তিন ম্যাচেই হারের মুখ দেখেছে সেলেসাওরা। এমনকি নিজেদের ইতিহাসে তারা প্রথমবারের মতো ঘরের মাঠে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচও হেরেছে। সেটাও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। ব্রাজিলের এই টানা হারের প্রভাব পড়েছে তাদের র‍্যাঙ্কিংয়েও।

এর আগে দীর্ঘদিন ধরে সেরা তিনে থাকলেও অবশেষে আরও পিছিয়ে পড়তে হয়েছে তাদের। সবশেষ ফিফা উইন্ডোর পর দুই ধাপ নেমে ৫ম স্থানে আছে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এছাড়া ব্রাজিলের এই অবনমনে র‌্যাঙ্কিংয়ের উপরে উঠে এসেছে ইংল্যান্ড এবং বেলজিয়াম। ইংল্যান্ড আছে র‍্যাঙ্কিংয়ের ৩য় স্থানে আর বেলজিয়ামের অবস্থান ৪র্থ।

টানা হারের পর এক ধাক্কায় ২৫ এর বেশি রেটিং পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। বর্তমানে তাদের রেটিং ১৮১২.২। অন্যদিকে র‍্যাঙ্কিংয়ে সবার উপরে থাকা আর্জেন্টিনা রেটিংও বাড়িয়ে নিয়েছে। বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের কাছে হারলেও ব্রাজিলের বিপক্ষে ঠিকই জয় তুলে নিয়েছিল লিওনেল মেসির দল। এরপর তাদের রেটিং বেড়েছে ৯। ১৮৬১.২৯ রেটিং নিয়ে সবার উপরে থাকা আরও পোক্ত করল আলবিসেলেস্তেরা। আর ১৯৫৩.১১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইউরোপিয়ান জায়ান্ট ফ্রান্স।

এছাড়া এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে ছয় ও সাতে অবস্থান নেদারল্যান্ডস ও পর্তুগালের। তবে এরপর বাকি তিনদলের অবস্থান পরিবর্তন হয়নি। র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ৮-১০ এ আছে স্পেন, ইতালি ও ক্রোয়েশিয়া। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দুই জায়ান্ট দল ব্রাজিল-আর্জেন্টিনা উভয়কেই হারিয়েছে উরুগুয়ে। যার সুবাদে তারা চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছে।

বিদায় নিতে যাওয়া নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলছে আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার দেশগুলো। আর ইউরোপের দেশগুলো খেলছে ইউরো ২০২৪ চ্যাম্পিয়নশিপের বাছাই। সবমিলিয়ে নভেম্বর জুড়ে ফিফাভুক্ত দেশগুলো মোট ১৮৮টি ম্যাচ খেলেছে। জার্মানির মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৪ ইউরোতে মোট ২৪টি দল খেলবে। স্বাগতিক জার্মানিসহ ইতোমধ্যে সেই যোগ্যতা অর্জন করেছে ২১টি দেশ। আর মাত্র তিনটি দলের যোগ্যতা নিশ্চিতের সুযোগ রয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাটিতে হতে যাওয়া ২০২৪ কোপা আমেরিকায় ১৬টি দেশ অংশ নেবে। যদিও লাতিন আমেরিকার দেশগুলো বর্তমানে বিশ্বকাপ বাছাইয়ের ব্যস্ত সূচি পার করছে। ইতোমধ্যে মহাদেশটির ১০টি দলই ম্যাচ খেলেছে ৬টি করে। যেখানে পাঁচটি জয়ে আর্জেন্টিনা অবস্থান করছে টেবিলের শীর্ষে। দুটি জয় ও এক ড্রয়ে ব্রাজিলের অবস্থান ছয় নম্বরে। আলবিসেলেস্তেদের পরে যথাক্রমে অবস্থান উরুগুয়ে, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও ব্রাজিলের।

ডি মারিয়াকে নিয়ে দল ঘোষণা আর্জেন্টিনার

ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপ বাছাই ফুটবলের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা করছে। লিওনেল মেসির নেতৃত্বাধীন দলে প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন ডিফেন্ডার পাবলো মাফেও।

বাছাই পর্বে এ মাসে আর্জেন্টিনা দুটো ম্যাচ খেলবে। বৃহষ্পতিবার নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নরা উরুগুয়ের মুখোমুখি হবে। পাঁচদিন পর মেসিরা চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মোকাবেলা করবে। এ ম্যাচটি ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

এদিকে বাছাই পর্বের ম্যাচের জন্য দলে ফিরেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। ইনজুরির কারণে গত মাসের বাছাই পর্বের দুই ম্যাচে খেলেননি তিনি।

বাছাই পর্বে চার ম্যাচের সব ম্যাচ জিতে আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে। ১২পয়েন্ট তাদের। সাত পয়েন্ট নিয়ে উরুগুয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে ব্রাজিল ও ভেনেজুয়েলা যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

দল:
গোলরক্ষক: হুয়ান মুসো, ইমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, ফ্রাঙ্কো আরমানি।

রক্ষণভাগ: গঞ্জালো মন্টিয়েল, পাবলো মাফেও, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, ক্রিশ্চিয়ান রোমেরো, লুকাস মার্টিনেজ, নিকোলাস ওতামেন্দি, মার্কোস অ্যাকুনা, ফ্রান্সিসকো ওর্তেগা, নিকোলাস টাগলিয়াফিকো।

মাঝমাঠ: লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, গুইডো রদ্রিগুয়েজ, এঞ্জো ফার্নান্দেস, এজিকুয়েল প্যালাসিও, জিওভান্নি লে সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।

আক্রমণভাগ: পাউলো দিবালা, অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, লুকাস ওকাম্পোস।

মেসির দুর্দান্ত গোলে অস্ট্রেলিয়াকে হারাল আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্কঃ

কাতারের ফুটবল মহাযজ্ঞের পর ঘরের মাঠে দুটো প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দুটোতেই ছিল জয়। কিন্তু দেশের বাইরে গিয়ে বড় কোনও প্রতিপক্ষের বিপক্ষে তো আর পরীক্ষা দেওয়া হয়নি। লিওনেল মেসিরা এবার সেই পরীক্ষাতেই বসেছিল। চীনের মাটিতে সেই পরীক্ষায় দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে হারিয়ে বুঝিয়ে দিলো- এই আর্জেন্টিনা কেন বিশ্ব চ্যাম্পিয়ন।

বৃহস্পতিবার বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। সেখানে মেসির ঝলকে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

৩৬ বছর পর কাতারে বিশ্বকাপ উদযাপন করেছে আর্জেন্টিনা। লাতিন দেশটির অপেক্ষা যেমন শেষ হয়েছে, তেমনি পূর্ণ হয়েছে মেসির ফুটবল ক্যারিয়ার। এই একটি শিরোপাই যে অধরা ছিল তার। এরপর দেশে ফিরেছে হয়েছে বিশাল উদযাপন। তারই অংশ হিসেবে গত মার্চে দেশের মাটিতে প্রীতি ম্যাচে নেমেছিল তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পানামা ও কুরাকাওয়ের বিপক্ষে ম্যাচ দুটি যতটা ছিল প্রতিদ্বন্দ্বিতার, তার চেয়ে বেশি ছিল দেশের মানুষের সঙ্গে আরেকবার বিশ্বকাপ উদযাপনে একত্র হওয়া।

মেসিরা ওই উদযাপনের উপলক্ষ দুটিও রাঙিয়ে নেয় জয় দিয়ে। বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের ধারা এবারের আন্তর্জাতিক ফুটবল বিরতিতেও সচল থাকলো। কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে যে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল, তাদের বিপক্ষেই প্রীতি ম্যাচে নেমেছিল আলবিসেলেস্তেরা।

মাঠে নেমেই আর্জেন্টিনার গোল উদযাপন। শুরুতেই তাদের আনন্দের উপলক্ষ এনে দেন মেসি। ম্যাচের শুরুতেই এনজো ফার্নান্দেজের পাস থেকে বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান মেসি। লিড নিয়ে আরও আক্রমনাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। অন্যদিকে গোল শোধের লক্ষ্যে বেশ কিছু আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

বিরতি থেকে ফিরে আক্রমণাত্নক খেলতে থাকে আর্জেন্টিনা। ম্যাচের ৬৮ মিনিটে ফের গোলের দেখা পায় আলবিসেলস্তারা। বাম দিক থেকে ডি পলের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান জার্মেইন পেজ্জেয়া। তার গোলে ম্যাচে ২-০ গোলের লিড নেয় আর্জেন্টিনা।

এরপর আরও বেশ কিছু আক্রমণ করে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।