Tag Archives: ওসি

নোয়াখালীতে পানিতে ‍ডুবে প্রাণ গেল ২ শিশুর

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালীর সুবর্ণচরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার চরবাটা ইউনিয়ন ও চরওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাওসার আলম ‍বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত দুই শিশু হলো- চরওয়াপদার ইউনিয়নের চরআমিনুল হক গ্রামের ১ নম্বর ওয়ার্ডের মো. মুরাদের ছেলে মো. জিসান (২) ও ২ নম্বর চরবাটা ইউনিয়নের মধ্যচরবাটা গ্রামের মো. রাসেলের মেয়ে ফাতেমা আক্তার (৪)।

শিশু দুইটির পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে কোনো এক ফাঁকে তারা পুকুরে পড়ে যায়। তাদের খোঁজাখুঁজি করে না পেয়ে পরে পুকুরে তল্লাশি করলে শিশু দুইটিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক দুই শিশুকে চরজব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি মোহাম্মদ কাওসার আলম বলেন, ‘শিশু দুইটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে লাশ হস্তান্তর করা হয়।’

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

ব্রাহ্মণবাড়িয়ায় কসবায় ২৪ কেজি গাঁজাসহ মো. এরশাদ মিয়া (৩৬) ও নূরুল হক ওরফে নূরু মিয়া (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিণ কসবা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃত এরশাদ মিয়া কসবা উপজেলার শিমরাইল সাতপাড়া গ্রামের হাছন মিয়ার ছেলে ও নূরুল হক একই এলাকার ফয়েজ মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে কসবা পৌর শহরের দক্ষিন কসবা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পরে তাদের সাথে থাকা বস্তা তল্লাশী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় কান্না করায় ৬ মাসের শিশুসন্তানকে শ্বাসরোধ করে হত্যা

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি কান্নাকাটি করায় ৬ মাসের কন্যাশিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। সোমবার রাতে একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। জেলার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

এ ঘটনায় পুলিশ নিহত শিশু মা স্বপ্না বেগম ও বাবা জিল্লুর রহমানকে আটক করেছে। ঘটনার পর পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।নিহত শিশুর নাম নুসরাত জাহান তিথি।

পুলিশ ও স্থানীয়রা জানান, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম প্রতিদিনের মত শিশু নুসরাতকে সঙ্গে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। সোমবার সকালে স্বপ্না বেগম তার শিশু নিখোঁজ হয়েছে বলে চিৎকার শুরু করে। পরে সদর থানায় জিডি করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশে একটি খালে শিশুটির লাশ ভাসতে দেখে। পরে সেখান থেকে তার লাশ উদ্ধার করে।

নিখোঁজের বিষয়টি পুলিশের সন্দেহ হলে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেন। তিনি জানান, রাতে চিৎকার ও কান্নাকাটি করার কারণে শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেয়। এতে শিশুটি মারা যায়। পরে তার স্বামী লাশটি খালে ফেলে দিতে বলে।

এ বিষয়ে সদর থানার ওসি মো.আসলাম হোসেন বলেন, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চৌদ্দগ্রামে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামী আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা ও ওয়ারেন্টভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

বুধবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

আটককৃতরা হলো, আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী উপজেলার আলকরা ইউনিয়নের শিলরী গ্রামের মৃত তাজু মিয়ার ছেলে মাহফুজুর রহমান খন্দকার, ওয়ারেন্টভুক্ত আসামী বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের আইয়ুব আলীর ছেলে খালেক বিন আইয়ুব প্রকাশ তামিম, শুভপুর ইউনিয়নের ফকিরহাট গ্রামের মফিজুল ইসলামের ছেলে মামুন, শুভপুর গ্রামের শাহআলমের ছেলে মো: সোহাগ ও ইয়াছিনের ছেলে মো: বাবুল প্রকাশ সিএনজি বাবুল, পৌরসভাধিন নাটাপাড়ার আনা মিয়ার ছেলে মো: খোরশেদ আলম। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

জানা গেছে, সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সুজন কুমার চক্রবর্তী, আব্দুল কুদ্দুস, সহকারী উপ-পরিদর্শক হারুনুর রশিদ ও কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে চৌদ্দগ্রামের আলোচিত যুবলীগ নেতা জামাল হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাহফুজুর রহমান খন্দকার সহ বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আরো ৫ আসামীকে আটক করে। পরে বুধবার দুপুরে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলা সহ বিভিন্ন মামলায় সাজা ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ আসামীকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।দুর্ঘটনায় আহত হন চালকসহ আরও এক যাত্রী।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সবুজ (২৫) একজনের নাম জানা গেছে। বাকি দুইজেনের নাম এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া এলাকায় চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সবুজ নিহত হন। এ সময় আহত আরও চারজনকে সদর হাসপাতালে পাঠানো হলে দুইজন মারা যান। অটোরিকশা চালক আ. আহাদসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, অটোরিকশা ও বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক পলাতক। এছাড়া ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চান্দিনায় ট্রাক চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

চান্দিনা প্রতিনিধি:

কুমিল্লার চান্দিনায় ট্রাক চাপায় জামসেদ আহমেদ ও শাহজালাল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার(২০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার চান্দিনা—রামমোহন সড়কের উদালিয়া এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা পৌরসভাস্থ ছায়কোট গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে কুয়েত প্রবাসী মো. জামসেদ আহমেদ (৩৭) ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. শাহজালাল (৩৫)।

স্থানীয় বাসিন্দা হুমায়ুন জানান, সকালে ছায়কোট থেকে মাছের রেনু আনার জন্য আলিকামোড়া গিয়েছিল জামসেদ ও শাহজালাল। পিকআপ দিয়ে মাছের রেনু পাঠিয়ে তারা দুইজন মোটরসাইকেল নিয়ে বাড়ি দিকে যাচ্ছিল। তারা উদালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ কাভার্ডভ্যান জব্দ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে ৬০ কেজি গাঁজা সহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে থানা পুলিশ। এ সময় কাভার্ডভ্যান চালক সহ আরো দুই ব্যক্তি পালিয়ে গেছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ মে) ভোর রাত ৪টায় চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা এলাকার ইশানচন্দ্রনগর দীঘির উত্তরপাড়ে কাশেম স্টোর এর সামনে নিয়মিত চেকপোস্ট ডিউটি করাকালীন সময়ে সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানকে (ঢাকা-মেট্রো-ট-১২-১৪৮৮) থামানোর সংকেত দিলে গাড়ীটি থামিয়ে কাভার্ডভ্যান চালকসহ আরো দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি দ্রুত গাড়ী থেকে নেমে কৌশলে পালিয়ে যায়। পরে কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার ও মাদক পরিবহনকাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।

এ ঘটনায় শনিবার দুপুরে চৌদ্দগ্রাম থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ঘোলপাশা এলাকার ইশানচন্দ্রনগর দীঘির উত্তর পাশে বিশেষ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা সহ একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

এ সময় কাভার্ডভ্যান চালক সহ আরো দুইজন পালিয়ে গেছে। এ সংক্রান্তে থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দ

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে।

এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-২৮৩৮) জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

থানা সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মহাসড়কের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত এগারটায় চৌদ্দগ্রাম বাজারের দক্ষিণ মাথায় মতিন মাইকের সামনে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী একটি সাদা প্রাইভেটকারকে দাঁড়ানোর সংকেত দিলে পুলিশকে দেখে পাইভেটকার চালক গাড়ী থামিয়ে কৌশলে পালিয়ে যায়।

পরে থানার উপ-পরিদর্শক মো: আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স সহ প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে এর পেছনের ঢালার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করে পুলিশ। শুক্রবার সকালে থানায় এ সংক্রান্তে মাদক আইনে মামলা (মামলা নং-১০/১০.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত পাইভেটকারটি জব্দ করা হয়। পরে এ সংক্রান্তে থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

চৌদ্দগ্রামে আড়াই লাখ টাকা সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির ২ সদস্য আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ প্রাপ্তির মাত্র এক ঘন্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে চোরাই যাওয়া আড়াই লাখ টাকা সহ মো: নাছির উদ্দিন (৩৬) ও কামাল হোসেন (৪০) নামে আন্তঃজেলা অজ্ঞান পার্টির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।

আটককৃত মো: নাছির উদ্দিন নোয়াখালীর সেনবাগ থানাধিন পদুয়া গ্রামের মৃত লকিয়ত উল্লাহ এর ছেলে ও কামাল হোসেন একই থানাধিন হাজারী বাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক এর ছেলে। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা।

জানা গেছে, গত বুধবার সকাল সাড়ে আটটায় ভিকটিম ফেনী জেলার সদর উপজেলার বালিগাঁও গ্রামের মৃত দলিলুর রহমানের ছেলে মো: রবিউল হক সুমন (৪৫) একই গ্রামের তাহার পরিচিত মো: নুরুল আফছার এর ছেলে মো: নজরুল ইসলাম (৩৪) সহ ফেনী মহিপাল বাসস্ট্যান্ড থেকে লোকাল যাত্রীসেবা বাসে (ঢাকা মেট্রো-জ-১১-১৪১৮) করে কুরবানীকে সামনে রেখে গরু কিনার উদ্দেশ্যে ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চৌদ্দগ্রাম থানাধিন মীরশ্বানী গরু বাজারের যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। সকাল অনুমান দশটায় যাত্রীবাহী বাসটি মহাসড়কের চৌদ্দগ্রাম থানা এলাকার বাবুচি বাজারে থামলে ভিকটিম মো: রবিউল হক সুমনের মুখ হতে ফেনা বের হচ্ছে দেখে পিছন থেকে কয়েকজন যাত্রী শোরগোল শুরু করে। এ সময় সন্দেহজনক দুই ব্যক্তি গাড়ী থেকে দ্রুত নেমে যেতে চাইলে যাত্রীরা একজনকে আটক করে রাখে এবং অপর সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যায়।

পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো: আব্দুল মান্নান (বিপিএম) এর নির্দেশনায় চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহার সার্বিক তত্বধানে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ ওসমান গণির নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ পুলিশের একটি টিম দ্রূতু ঘটনাস্থলে পৌঁছে জনতা কর্তৃক আটককৃত আসামী নাছির উদ্দিন ও তার কাছ থেকে উদ্ধারকৃত ১ লাখ ৫০ হাজার টাকা পুলিশি হেফাজতে নেয়। পরে তথ্য প্রযুক্তি ও স্থানীয় লোকজনের সহায়তায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের বাবুচি বাজার জামে মসজিদের টয়লেট থেকে চোরাই যাওয়া ১ লাখ টাকা সহ অপর আসামী কামাল হোসেনকে আটক করে পুলিশ। এরপর চোরাই যাওয়া অর্থের মালিক মো: নুরুল আফছার চৌদ্দগ্রাম থানায় উপস্থিত হয়ে আটককৃত দুই ব্যক্তির বিরুদ্ধে এজাহার (মামলা নং-০১/০১.০৫.২০২৪ খ্রিস্টাব্দ) দায়ের করলে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, আটককৃত ০১ নং আসামী নাছির উদ্দিনের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা, একটি চুরির মামলা এবং ০২নং আসামী কামাল হোসেনের বিরুদ্ধে একটি চুরির মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে মাত্র এক ঘন্টার মধ্যেই চোরাই যাওয়া আড়াই লাখ টাকা সহ আন্তঃজেলা অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও চুরির একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চৌদ্দগ্রাম থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।’

চৌদ্দগ্রামে ৫০ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারি আটক

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার গাবতলী নতুন বাজার (মাজদাইর গোরস্থান সংলগ্ন তুহিন মিয়ার ভাড়াটিয়া) এলাকার মৃত মাসুদ পারভেজ এর ছেলে হায়দার আহম্মেদ উৎসব প্রকাশ উৎসব শিকদার (৩০), একই থানার পশ্চিম ইসদাইর গ্রামের আলমাছ ঢালীর ছেলে মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০), মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার বাহারপাড়া গ্রামের মৃত হয়দার আলীর প্রকাশ হাসান আলীর ছেলে মো: রাকিব হোসেন প্রকাশ রকি (৩৫), লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার করপাড়া গ্রামের আবুল খায়েরের ছেলে সুফিয়ান হোসেন সজল (২৪), জামালপুর জেলার ইসলামপুর থানার নোয়াপাড়া গ্রামের আব্দুল বাসেত মন্ডলের ছেলে মো: ইব্রাহিম (২৬) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পৌরসভাধিন কমলপুর গ্রামের মৃত শিহাবুল আলম মিলন এর ছেলে রবিউল আলম পিয়াস (২৬)।

বুধবার বিকালে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আলমগীর হোসেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৩ এপ্রিল) সকাল পৌঁনে সাতটায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: মশিউর আলম সঙ্গীয় ফোর্স সহ চৌদ্দগ্রাম পৌরসভাধিন কমলপুর রাস্তার মাথা এলাকায় চৌদ্দগ্রাম উপ-কর কমিশনারের কার্যালয়ের সামনে মহাসড়কের ঢাকামুখী লেনে বিশেষ অভিযান চালিয়ে চটের বস্তায় স্কচটেপ মোড়ানো মোট ১৩ পোটলায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ৬ মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। আটককৃত রকির বিরুদ্ধে ৫টি মাদক মামলা সহ মোট ৬টি মামলা, উৎসব এর বিরুদ্ধে ৪টি মাদক মামলা সহ মোট ৫টি মামলা, মাহফুজ মুন্নার বিরুদ্ধে ১টি মাদক ও ১টি ধর্ষণের মামলা বিচারাধিন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ ৬ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত ৩ আসামীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক মামলা সহ একাধিক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’