Tag Archives: নির্বাচন

আনুতপাতিক হারে নির্বাচন প্রশ্নেই ওঠে না

আনুতপাতিক হারে নির্বাচন প্রশ্নেই ওঠে না: মির্জা ফখরুল

আনুতপাতিক হারে নির্বাচন প্রশ্নেই ওঠে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আনুপাতিক হারে নির্বাচনের প্রশ্নই ওঠে না। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকাস্থ ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। এছাড়া, বিএনপি আনুপাতিক হারে নির্বাচনের ব্যবস্থার পক্ষে নয়।

জুলাই মাসের গণঅভ্যুত্থান বিষয়ে জাতিসংঘের প্রতিবেদনকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিগত ১৭ বছরের সব গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী। তিনি আরও বলেন, দেশে কোন রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে কিনা বা নিষিদ্ধ হবে কিনা, তা জনগণই সিদ্ধান্ত নেবে।

এছাড়া, ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান বিএনপি মহাসচিব।

 

কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন

কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন: কল্যাণ সম্পাদক পদে প্রার্থী বাবু

কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন: কল্যাণ সম্পাদক পদে প্রার্থী বাবু

স্টাফ রিপোর্টার:

আগামী ৩১ জানুয়ারী কুমিল্লা ক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন। এ নির্বাচনে মাহাবুব আলম বাবু কল্যাণ সম্পাদক পদপ্রার্থী। তিনি কুমিল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি এবং দৈনিক পূর্বাশার নির্বাহী সম্পাদক।

তিনি জানান, আপনাদের কুমিল্লা ক্লাবের ভোটারদের সমর্থন ও দোয়া কামনা করছি। আশা করি সদস্যগণের ভোটে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে কুমিল্লা ক্লাবের সামগ্রিক উন্নয়নের জন্য কাজ করে যাবো।

বৃহত্তর কুমিল্লা সমিতি

বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

বৃহত্তর কুমিল্লা সমিতি, ঢাকা এর সাধারণ সভা ১১ই জানুয়ারি শনিবার বিকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইন্জিনিয়ার্স ইনিস্টিউটে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে আগামী দুই বছরের জন্য সমিতির সভাপতি নির্বাচিত হন পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্লাহ ভূঁইয়া। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাস উদ্দিন।

সংগঠনের আহবায়ক আব্দুল করিম সরকারের সভাপতিত্বে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় সম্মেলনে।

কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,ও চাঁদপুর এই তিন জেলা নিয়ে বৃহত্তর কুমিল্লা সমিতি ১৯৬০ সালে গঠিত হয়। এই সমিতির মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,দরিদ্র ছেলে-মেয়েদের বিবাহ সহায়তা এবং সাধারণ মানুষের চিকিৎসা সহয়তা এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। উক্ত অনুষ্ঠানে বৃহত্তর কুমিল্লা সমিতি ঢাকার সকল সদস্য, ব্যাবসায়ী, রাজনীতিবীদ,সাংবাদিক,শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী,বৃহত্তর কুমিল্লা কৃতিসন্তান গণ উপস্থিত ছিলেন।

সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন

সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন: আমীর খসরু

সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন: আমীর খসরু

ডেস্ক রিপোর্ট:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতান্ত্রিক সংস্কারের প্রথম ধাপ হলো নির্বাচন। এটাই গণতন্ত্র প্রতিষ্ঠার মূল পথ এবং আন্দোলনের সূচনা।”

শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, এটা প্রথম ধাপ। নির্বাচন হলো প্রথম সংস্কার, এটা দিয়ে শুরু করতে হবে সংস্কার এবং গণতন্ত্রের আন্দোলন। যে পরিবর্তনের প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে হবে আগামী দিনে।

যুক্তরাষ্ট্র থেকে আসা নেতাকর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, এই লোকগুলো গত ১৬ বছর যুক্তরাষ্ট্রে থেকে ফ্যাসিস্টবিরোধী-স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। তারা হোয়াইট হাউসের সামনে, ক্যাপিটাল হিলে, ওয়ার্ল্ড ব্যাংকের সামনে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়েছেন। তার সামনে গিয়ে প্রতিবাদ করেছেন, তার সামনে দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন।

তিনি বলেন, দেশে এদের সবার আত্মীয়-স্বজনের বিরুদ্ধে মামলা আছে। এদের অনেকে ব্যবসা হারিয়েছেন, চাকরি হারিয়েছেন। এদের পরিবারের অনেক লোক জীবনও দিয়েছেন।

বিএনপি নেতা বলেন, আমরা আন্দোলনের কথা বলি, কিন্তু আন্দোলন একদিনে হয়নি। এ আন্দোলনে গত ১৫-১৬ বছর কত লোকের ত্যাগ স্বীকার, সেটা অনেকে ভুলে যায়। আমরা শুধু সাম্প্রতিক আন্দোলনের কথা বলি।

তিনি বলেন, এই লোকগুলোকে বাদ দিয়ে আন্দোলন হয়নি। এরা যুক্তরাষ্ট্র সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার ওপর চাপ সৃষ্টি করেছে। যার কারণে এদের পরিবারকে বাংলাদেশে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এই লোকগুলো ১৬ বছর দেশে আসতে পারেননি। তাদের পরিবার, আত্মীয়-স্বজনকে দেখতে পাননি।

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যা ৭:০০ টায় কুমিল্লা হাউসিং স্টেট জনকল্যাণ পরিষদের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে ডাক্তার এন, এম শাহাজান সভাপতি, কুমিল্লা সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সেলিম খান সাধারণ সম্পাদক ও মোঃ জহিরুল হক জামালকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

হাউজিং স্টার্ট জনকল্যাণ পরিষদ ৪৫ জন সদস্য বিশিষ্ট কার্যকরী এই কমিটি।

এ সময় কুমিল্লা হাউজিং স্টেডের পাঁচটি ব্লকের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করেন।
এই কমিটি আগামী তিন বছর হাউজিং স্টেড জনকল্যাণ পরিষদ দায়িত্ব পালন করবে।

ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বিত করার

ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই: ফখরুল

ইসি হয়ে যাওয়ায় নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই: ফখরুল

আজকের কুমিল্লা ডেস্ক:

নির্বাচন কমিশন (ইসি) গঠনের পর নির্বাচন বিলম্বিত করার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণ এ বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে স্পষ্ট বক্তব্য আশা করে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এই কথা বলেন। তিনি উল্লেখ করেন, নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন আয়োজন করা সম্ভব।

বুধবার অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির সভার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে ড. ইউনূসের বক্তব্য অস্পষ্ট ছিল এবং তাতে কোনো সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরও বলেন, বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ২০২৫ সালের ডিসেম্বর বা ২০২৬ সালের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের কথা বলেছেন, যা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। প্রধান উপদেষ্টার প্রেস সচিব ২০২৬ সালের জুনের কথা বলেছেন, যা পরস্পরবিরোধী এবং জনমনে বিভ্রান্তি তৈরি করবে।

একটি মহল সংস্কারের নামে

একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে : কুমিল্লায় ড. মোশাররফ

একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে : কুমিল্লায় ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সন্দেহ করছি একটি মহল সংস্কারের নামে নির্বাচন বিলম্ব করতে চেষ্টা করছে। এই সরকারকে দিয়ে সম্পূর্ণ মেরামত সম্ভব না, পুরো সংস্কারের জন্য দলীয় সরকার প্রয়োজন। সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো বুদ্ধিমানের কাজ হবে না।

‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধকের বক্তব্যে ড. খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভুইয়ার সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

কর্মশালা পরিচালনা করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। কুমিল্লা বিভাগীয় এই কর্মশালায় অংশ নেন কুমিল্লা ছয় জেলা বিএনপি, মহানগর ও পৌরসভার শীর্ষ নেতৃবৃন্দ।

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া ছেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, সহ প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার বানু, সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুর সাত্তার পাটোয়ারী ও কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুবা হাবিব।

নির্বাচন যত দেরি হবে

নির্বাচন যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

নির্বাচন যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে: তারেক রহমান

ডেস্ক রিপোর্ট:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া কোনো সংস্কার কার্যকর করা সম্ভব নয়। শনিবার (২৩ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে যত দেরি হবে, দেশবিরোধী ষড়যন্ত্র তত বাড়বে। যে স্বৈরাচারকে দেশের মানুষ জীবন দিয়ে, সংগ্রাম করে বিতাড়িত করেছে, তারা বসে নেই। তারা তাদের দেশি-বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করছে।

তিনি আরও বলেন, “দেশে প্রকৃত সংস্কার তখনই সম্ভব, যখন নির্বাচিত জনপ্রতিনিধিরা ক্ষমতায় থাকবেন। প্রধান উপদেষ্টাসহ অনেকেই সংস্কারের কথা বলছেন। তবে প্রকৃতপক্ষে এগুলো বাস্তবায়ন কেবল নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্বমূলক সরকার থাকলেই সম্ভব।”

রাজনীতির অবস্থা নিয়ে তারেক রহমান বলেন, “একটি রুগ্ন রাজনীতির দেশে সব প্রতিষ্ঠানই রুগ্ন হয়ে পড়ে। স্বৈরাচার সরকার দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এগুলো পুনর্গঠিত করে জনগণের কল্যাণে কাজে লাগাতে হলে যোগ্য জনপ্রতিনিধি প্রয়োজন। বিএনপির লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো। দেশকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য।”

সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণ প্রজন্মের ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, “তরুণদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। ছাত্রসমাজের সঙ্গেও নেই। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমরা তরুণদের জন্য সুযোগ সৃষ্টি করব, কিন্তু তাদেরও সঠিক পথে এগিয়ে আসতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুজ্জামান।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ছয় প্রার্থীকে ব্যালটের মাধ্যমে ভোট দেন ৮০৮ জন কাউন্সিলর।

ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা করছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ভোটারদের ভয় পায়, তাই নির্বাচনে আসে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভার শুরুতে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতা, এই ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা, সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করছে। অনেকে বলেন পাল্টাপাল্টি সমাবেশ করছি। আজ কিন্তু আমরা কোনো সমাবেশ করিনি। সমাবেশ আমরা করব, কারণ বিএনপির সমাবেশ মানেই অগ্নিসন্ত্রাস, বিশৃঙ্খলা, রক্তপাত। বিএনপির কাছে গোটা রাজধানীকে যদি ছেড়ে দিই, তাহলে জনগণের জানমাল সুরক্ষায় সমস্যাও হতে পারে। এ কারণে আমাদের থাকতে হয়।

তিনি বলেন, আমরা নাম দিয়েছি শান্তি সমাবেশ, আমরা সেভাবেই শুরু ও শেষ করেছি। আমরা যদি মাঠে না থাকি তাহলে অতীতের অভিজ্ঞতা বলে বিএনপির সমাবেশ মানেই নৈরাজ্য, পুলিশ হত্যা, সাংবাদিকদের ওপর নির্যাতন ও হাসপাতালে হামলা।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল (শনিবার) মোহাম্মদপুরে আমরা শান্তি উন্নয়ন সমাবেশ করব। সেটি বিকেল সাড়ে ৩টা শুরু হবে।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ, আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু প্রমুখ।

উপজেলা নির্বাচনে কোনো রাজনৈতিক ’ফ্লেভার’ নেই: ইসি আলমগীর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন কোনো রাজনৈতিক নির্বাচন নয়। কারণ বর্তমান সরকার দলীয় রাজনৈতিক দল স্থানীয় সরাকর নির্বাচনকে উন্মুক্ত করে দিয়েছে। কাজেই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক কোনো ‘ফ্লেভার’ নেই।

তারপরও যাতে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারেন, সেটার অপশনও রাখা হয়েছে, অর্থাৎ ভোট ফ্লেক্সিবল করা হয়েছে। ইচ্ছে করলে স্বাধীনভাবে নির্বাচনে দাঁড়াতে পারবেন; রাজনৈতিক পরিচয়ের প্রয়োজন নেই। আবার চাইলে অনেকে রাজনৈতিক পরিচয়েও নির্বাচন করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই।’

আজ শনিবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে হরিরামপুর ও সিংগাইর উপজেলার প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিএনপির উদ্দেশে নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিকভাবে নির্বাচনে অংশগ্রহণ না করলেও তাদের অনেক সমর্থক-প্রার্থী আনঅফিশিয়ালি নির্বাচনে অংশগ্রহণ করছে। সুতরাং এটা বলার সুযোগ নেই যে, নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না।’

ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে এবং কোনোমতেই যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না হয়। অন্যায়ভাবে কেউ যাতে কোনো প্রার্থীকে প্রচারে ও ভোটদানে বাধা দিতে না পারে। সবাই যাতে সমানভাবে নির্বাচনে প্রচার-প্রচারণা করতে পারে এবং ভোটরা যাতে স্বাধীনভাবে তার ভোট দিতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে।’

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনে কার কোন আত্মীয় অংশ নিল বা কে অংশ নিল না- সেটা আমাদের বিষয় নয়; সেটা রাজনৈতিক দলের রাজনৈতিক বিষয়, কিন্তু আমাদের নির্বাচনী আইনে যদি কোনো ব্যক্তি ওই এলাকার ভোটার হয় এবং তার বিরুদ্ধে যদি কোনো আইনী ঝামেলা না থাকে তাহলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন। আমাদের আইনে আত্মীয়তার সঙ্গে কোনো সর্ম্পক নেই।’

এ সময় জেলা প্রশাসক রেহেনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, পুলিশ সুপার সুজন সরকার ও জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন