Tag Archives: ব্রাহ্মণপাড়া মাছ ধরা জাল

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে মাছ ধরতে জাল বেচাকেনার ধুম

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে

স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে মাছ ধরার জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে  হাটবাজারগুলোতে। গত বুধবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর বাজার ও ধান্যদৌল বাজারে ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ জালের দোকানে ভিড় জমিয়েছে স্থানীয় মানুষজন। নিজেদের প্রয়োজন অনুযায়ী তারা বিভিন্ন ধরনের জাল কিনছেন।

জানা গেছে, টানা বর্ষণ, উজানের ঢল এবং গোমতী ও সালদা নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া। ২০ বছর পর এমন ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে এখানকার মানুষ। চারদিকে পানিতে থইথই, ভেসে গেছে পুকুর, খাল ও নদীর মাছ। এই মাছ ধরতে স্থানীয়রা ঝাঁকি, কনুই, ম্যাজিকসহ বিভিন্ন ধরনের জাল ব্যবহার করছেন। ফলে হাটবাজারগুলোতে মাছ ধরার জালের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

দুলালপুর এলাকার বাসিন্দা বশির আহমেদ জানান, “ব্রাহ্মণপাড়ায় বন্যার পানিতে প্রচুর মাছ পাওয়া যাচ্ছে। জাল কেনার জন্য বাজারে এসেছি, দরদাম করে দুটো ম্যাজিক এবং একটি কনুই জাল কিনব।”

অন্যদিকে, নাগালই এলাকার হিরন মিয়া বলেন, “এ বছর বন্যায় পুকুরের সব মাছ বেরিয়ে গেছে। বন্যার পানিতে মাছ ধরতে একটি ভেসাল জাল পাতছি, আরও একটি কিনতে এসেছি।”

জাল বিক্রেতা আলতাফ হোসেন বলেন, “এ বছর জালের চাহিদা খুব বেশি। বিশেষ করে কনুই, ম্যাজিক এবং ভেসাল জাল বেশি বিক্রি হচ্ছে। এমন বন্যার পরিমাণে জালের চাহিদা আমার ব্যবসায়ী জীবনে আগে কখনো দেখিনি।”

মৌসুমি ব্যবসায়ী শাহ আলম জানান, “জালের চাহিদা এত বেশি যে সরবরাহের চেয়ে বেশি বিক্রি করছি। ২৯টি জাল বিক্রি করেছি, এবং সব বাজারেই জালের চাহিদা রয়েছে।”