Tag Archives: মানববন্ধন

চৌদ্দগ্রামে নদী-খাল অবৈধ দখল উদ্ধারে সর্বস্তরের জনগণের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
কুমিল্লার চৌদ্দগ্রামে খাল-বিল নদী-নালা অবৈধ দখলমুক্ত করতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সম্মিলিত নাগরিক ও সাংস্কৃতিক ঐক্য।

বুধবার (২ এপ্রিল) দুপুরে মানববন্ধন শেষে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান ও প্রশাসনের সাথে মতবিনিময় করে নেতৃবৃন্দ।

‘চৌদ্দগ্রামের নদী ও খাল বাঁচাও, চৌদ্দগ্রাম বাঁচাও’ এবং ‘ঈদ বঞ্চিত বন্যার্তদের পুনর্বাসন করা’র দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ ধোপাখাল(দখলে মৃত প্রায়) ব্রিজের উপরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী, চাকুরিজীবী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে। কবি ইমরান মাহফুজের ব্যবস্থাপনায় মানববন্ধন ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইউএনও মোঃ জামাল হোসেন, চৌদ্দগ্রাম বাজার পরিচালনা কমিটির সেক্রেটারী খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ ফরিদ, বাংলাদেশ ব্যাংকার্স এসোসিয়েশনের সভাপতি আগা আজিজুল ইসলাম চৌধুরী আজাদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মোশাররফ হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, কবি শাহজাহান, কবি মিজান পঞ্চায়েত, ইঞ্জিনিয়ার হোসাইন আল মামুন, কবি আমজাদ হোসাইন, জাগ্রত তরুনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী ইব্রাহিম পিয়াস।

অনুষ্ঠানে বক্তারা চৌদ্দগ্রামের সবগুলো খাল, ডাকাতিয়া নদী ও কাঁকড়ি নদী অবৈধ দখল মুক্ত করা এবং অবৈধ কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জোরদাবি জানান। গত বছরের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে পুর্নবাসনের জন্য প্রশাসন নদী-খাল, কৃষি, পরিবেশ, জীব বৈচিত্র রক্ষার্থে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

চাঁদাবাজি ছিনতাই ডাকাতি প্রতিরোধে চালকদের মহাসড়কে মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন হালকা যান চালক মালিক সমিতির সদস্যরা।

রোববার (২ ফেব্রুয়ারি) সকালে মহাসড়কের দাউদকান্দির ইলিয়টগঞ্জে ঘণ্টাখানেকের মতো সময় সড়ক অবরোধ করে রাখায় রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

সকাল ১০টায় শুরু হওয়া মানববন্ধনে অংশ নিয়ে আন্দোলনকারীরা তাদের দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে বেলা ১১ টায় সড়ক অবরোধ করলে হাইওয়ে পুলিশের কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন। অভিযোগগুলো প্রতিকারে আশ্বস্ত করলে অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।

মানববন্ধন এবং অবরোধে ঢাকা এবং কুমিল্লার বিভিন্ন উপজেলার ব্যানারে অংশ নেয় বেশ কিছু সংগঠন। লাকসাম রেন্ট এ কার সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন বলেন , আমরা সড়ক মহাসড়কে গাড়ি চালাই, মহাসড়কে অনেক ডাকাতি হচ্ছে, আমাদের চালকদেরও ডাকাতরা ছাড়ছে না। আমাদের কোন নিরাপত্তা নেই। গত ৪/৫মাস যাবৎ খুব বেশি হচ্ছে বলেই আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

ঢাকার রেন্ট এ কারের চালক কুমিল্লার বরুড়া উপজেলার নেয়ামত উল্লাহ বলেন, ঢাকা থেকে অনেক চালক আজ মানববন্ধন করতে ইলিয়টগঞ্জ আসছি।
মহাসড়কে দীর্ঘদিন যাবত দূরপাল্লার ছোট গাড়িগুলোকে টার্গেট করে ডাকাতি ও ছিনতাই হচ্ছে। বিশেষ করে যানজটের সময় মহাসড়কে পরিকল্পিতভাবে ডাকাতিতে অংশ নেয় দুর্বৃত্তরা। বিমানবন্দর থেকে আসা প্রবাসীদের লক্ষ্য করে দীর্ঘদিন ধরেই গাড়ি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। আমার বাড়ী কুমিল্লায় হলেও ডাকাত ছিনতাইকারীর ভয়ে ভাড়া নিয়ে আসতে পারি না।

সহকারী পুলিশ সুপার(দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর জানান, ঘটনাস্থলে গিয়ে চালকদের সাথে কথা বলেছি। ডাকাতি ছিনতাইয়ের পয়েন্ট চিহ্নিত করে এবং জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে টহল জোরদারে আমরা তৎপর রয়েছি। মহাসড়কে বিচ্ছিন্ন কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটার তথ্য আমাদের কাছে আছে।

কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

কুমিল্লায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পুলে কোটা পদ্ধতি বহাল এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে শহরের কান্দিরপাড়স্থ পূবালী চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জনপ্রশাসন সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন কর্তৃক উপসচিব পুলে প্রশাসন ক্যাডারের জন্য ৫০% কোটা রেখে অন্যান্য ২৫টি ক্যাডারের জন্য ৫০% মেধার ভিত্তিতে নিয়োগ এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিস হতে আলাদা করার সুপারিশের সিদ্ধান্তের প্রেক্ষিতে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের, উপপরিচালক আইউব মাহমুদ, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ নূরুর রহমান খান, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আক্তার হোসেন খান, কুমিল্লা বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের সদস্য-সচিব ডা. তাছলিমা বেগম (তুলি), চট্টগ্রাম বিভাগ মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার পোদ্দার বক্তব্য রাখেন।

মানববন্ধনকালে বক্তারা বলেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনসমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকারের সকল নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে নেতৃত্ব প্রদান করে সিভিল প্রশাসন; যা বর্তমানে ২৬টি ক্যাডার নিয়ে গঠিত। যেখানে কার্যকর রাষ্ট্রব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার, সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে উপসিচব পুলে একটি ক্যাডারের জন্য ৫০% কোটা সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করে মিডিয়ার সামনে উপস্থাপন করায় সিভিল সার্ভিসের অন্য ২৫টি ক্যাডারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা আরো বলেন, কমিশনের এ সকল সিদ্ধান্তের সুযোগ নিয়ে একটি মহল ইতোমধ্যে বিভিন্ন বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য প্রচার শুরু করেছে। সিনিয়র সার্ভিস পুল (বা উপসচিব পুল) এর পদসমূহ কোনো নির্দিষ্ট ক্যাডারের নয়। Service Act 1975 অনুযায়ী মেধার ভিত্তিতে এ সকল পদে নিয়োগের কথা থাকলেও বিভিন্ন অজুহাতে কোটা পদ্ধতি চালু রেখেছে প্রশাসন ক্যাডার। এছাড়া ২০১৮ সালের নির্বাচনের পর Service Act 1975 রহিত করে ২০২৪ এর নির্বাচনের পর এ সকল পদ নিজেদের তফসিলে অন্তর্ভুক্ত করেছে প্রশাসন ক্যাডার, যা মেধাভিত্তিক জনকল্যাণমূলক রাষ্ট্রগঠনে মারাত্মক অন্তরায়।

মানবন্ধন কর্মসূচিতে সিভিল সার্ভিসের কার্যকর সেবা নিশ্চিত করতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ হতে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি করা হয়। বর্তমানে প্রতিটি সেক্টরে নীতি নির্ধারণ, পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ করছেন প্রশাসন ক্যাডারের সদস্যরা যারা সেই সেক্টর সম্পর্কে অনভিজ্ঞ ও অদক্ষ। ফলে সেক্টরগুলো কাঙ্ক্ষিত জনসেবা নিশ্চিত করতে পারছে না। তাছাড়া সকল সেক্টরে একটি ক্যাডারের একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকায় সৃষ্ট আমলাতান্ত্রিক সিন্ডিকেট, অব্যবস্থাপনা, দুর্নীতি ও বৈষম্য রাষ্ট্রের সকল সেক্টরকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। দেশের মানুষ প্রকৃত জনসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। জনবান্ধব সরকারের পরিবর্তে দেশে বিভিন্ন সময়ে গড়ে উঠেছে জনবিচ্ছিন্ন স্বৈরাচারী সরকার। তাই জনবান্ধব পেশাদার সিভিল সার্ভিস গড়তে প্রতিটি মন্ত্রণালয় স্ব স্ব ক্যাডারের অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা দ্বারা পরিচালনার বিকল্প নেই।

মানববন্ধনকালে গত ২৫ ডিসেম্বর দিবাগত রাতে বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অগ্নি নির্বাপনকালে ফায়ার সার্ভিসের কর্মী নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

গোমতী নদী খননের দাবিতে

গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন

গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় ভারতে থেকে আসা সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের বসত-ভিটা ও ফসল রক্ষার জন্য গোমতী নদী খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার(১৬ অক্টোবর) বিকালে সদরের চাঁনপুর স্টীলব্রীজ সংলগ্ন এলাকার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর ব্যানারে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়।

মানবব অন্ধনে বক্তারা বলেন, চলতি বছরে ভারতে থেকে আসা পাহাড়ি ঢলের সঙ্গে আসা গোমতীর পানি পাড়ের কৃষকের জমিতে পড়ে। বর্তমানে ইজারা বন্ধ থাকায় নদী থেকে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তাই উপদেষ্টা নৌ- পরিবহন মন্ত্রণালয় কাছে দাবি, গোমতীর নদীর দুই পারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণসহ নদী খনন করে যেন ফসলি জমি রক্ষা করা হয়।

মানববন্ধনে সর্বস্তরের কৃষকের পক্ষে বক্তব্য দেন খন্দকার ইয়াসির আহমেদ, জহিরুল ইসলাম বেলাল,আবু সারোয়ার উৎপল,গোলাম মোস্তফা, মো.মামুন খন্দকার,আবদুল বারেক,কামাল খন্দকার,মো.শামীম খন্দকার সহ আরোঅনেকে।

১০ম গ্রেডের দাবীতে

১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

১০ম গ্রেডের দাবীতে চৌদ্দগ্রামে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : 

সহকারি শিক্ষকদের বেতন ভাতা ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

সোমবার (০৭ অক্টোবর) বিকেলে উপজেলার দোয়েল চত্বরের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে তারা এই মানববন্ধন কর্মসুচী পালন করে।

বক্তারা ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে অর্ন্তবতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী  ড. মোহাম্মদ ইউনুস এর  প্রতি আহ্বান জানান। এবং দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত  কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েক শ শিক্ষক শিক্ষিকা ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মোস্তাফিজ, মিজানুর রহমান, খায়রুল ইসলাম, হুয়ায়ুন কবির, কাজি জহিরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা জানান, তাদের বেতন ভাতা দশম গ্রেডে উন্নীত করার দাবী সম্বলিত একটি স্মারক লিপি উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে ও প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে শিক্ষা সচিব বরাবর প্রদান করা হয়েছে।

কুমিল্লায় পরিবেশ রক্ষায়

কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

কুমিল্লায় পরিবেশ রক্ষায় তরুণদের ময়লার ভাগাড়ে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

কুমিল্লায় পরিবেশ রক্ষা, বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মানববন্ধন করেছে কুমিল্লার তিনটি যুব সংগঠনের সদস্যরা।

সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে “Turn the pollution into solution” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী এলাকার ময়লার ভাগাড় ও কোটবাড়ি এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়।

মানববন্ধনে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুমিল্লা জেলার সমন্বয়কারী মোহাম্মদ আল আমিন বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে বেড়েই চলছে। পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজোন স্তর ধ্বংস হয়ে যাচ্ছে। তাই কুমিল্লা মহাসড়কে ময়লার ভাগাড়মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন।”

ময়নামতি কারিগরি স্কুল এন্ড কলেজের উপদেষ্টা মো. আমিনুর রহমান বলেন, বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে কুমিল্লা মহাসড়ক ও কোটবাড়ি এলাকা ময়লার ভাগাড়মুক্ত করতে কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ভলান্টিয়ার ফর বাংলাদেশ-কুমিল্লা জেলার এইচআরও জেরিন আফরোজ বলেন, কুমিল্লা মহাসড়কের পাশে ময়লা আর্বজনার কারণে একদিকে যেমন বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অন্যদিকে সড়ক মহাসড়ক দিয়ে চলাচলরত যানবাহন ও পথচারীরা চরম ভোগান্তির শিকার হতে মুক্ত ও নিয়ন্ত্রণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কর্তৃপক্ষকে অনুরোধ করবো।

এ সময় ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ এর মিনিস্ট্রি রিপ্রেজেনটেটিভ তাহসিনুল ইসলাম সাব্বির বলেন, “একমাত্র সচেতনতাই প্রতিরোধ গড়তে পারে প্লাস্টিক ব্যবহার। যতক্ষণ পর্যন্ত আমরা প্লাস্টিক ব্যবহারে সচেতন হবো না, ততক্ষণ পর্যন্ত আমরা পরিবেশ দূষণ রোধ করতে পারবো না। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে চান্দিনা, ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশে ময়লার ভাগাড় অপসারণের জন্য সিটি কর্পোরেশন এবং অন্যান্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান।

মানববন্ধনে যৌথভাবে অংশ নেওয়া তিনটি সংগঠন হলো ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ কুমিল্লা জেলা এবং ইয়ুথ চেঞ্জ সোসাইটি বাংলাদেশ।

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন

বৈষম্য দূরীকরণ, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে কুমিল্লায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আদর্শ সদর উপজেলার ৪০টি মাধ্যমিক বিদ্যালয় ও ১৮ টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা আগামী ৩ মাসের মধ্যেই তাদের সকল দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় তারা কঠোর আন্দোলনের ঘোষণা দেন।

মানববন্ধন শেষে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিব বরাবরে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন হোচ্চামিয়া লুৎফুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা, রাচিয়া বালবের ইসলামিয়া ডিএস আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল, আলেকজান মেমোরিয়াল হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

মামলা প্রত্যাহারের দাবীতে

মামলা প্রত্যাহারের দাবীতে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন

মামলা প্রত্যাহারের দাবীতে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন

জাকির হোসেন হাজারী, দাউদকান্দি:

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিফাত হত্যার বিচার এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ ।

মঙ্গলবার(১০সেপ্টেম্বর) বেলা ১১টায় দাউদকান্দির বারপাড়া কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বারপাড়া বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন। তাৎক্ষণিক দাউদকান্দি মডেল থানার ওসি মোঃ শহিদুল্লাহ ঘটনাস্থলে এসে মিছিলকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বারপাড়া ইউনিয়েনর সুকিপুর গ্রামের রিফাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। রিফাত নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’টি হত্যা মামলায় সাধারণ মানুষকে জড়িয়ে হয়রানিসহ অর্থ বানিজ্য করছে একটি মহল। আমরা এঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে রিফাত হত্যার সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।

আন্দোলন অংশগ্রহনকারী বরকোটা কলেজের ছাত্র সাদাফ হোসেন বলেন, রিফাত হত্যা ঘটনায় দু’টি মামলায় অনেক নিরীহ মানুষকে আসামী করা হয়েছে। একটি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য এ মামলা করিয়েছে। আমরা ছাত্র সমাজ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ প্রকৃত হত্যাকারীদের বিচার দাবী করছি।

মোঃ শাকিব আরেক ছাত্র নিজেকে সমন্বয়ক দাবী করে বলেন, অন্যায় করছে ২০/২৫জন, আর মামলার আসামি দেয়া হয়েছে ১০০/১৫০জনকে। একটি ফ্যাসিবাদি দল এগুলো করেছে। আমরা চাই যে, প্রকৃত খুনিদের বিচার করা হোক আর নিরীহ নিরপরাধ মানুষ হয়রানি থেকে মুক্তি পাক।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা সমন্বয়ক মোঃ নাজমুল হাসান মুঠোফোনে বলেন, আমি একটু অসুস্থ্য, ঢাকায় আছি। মানববন্ধনের বিষয়টি আমি শুনেছি। বিস্তারিত জেনে পরে জানাব।

উল্লেখ, গত ৫ আগষ্ট ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শহিদনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রিফাত হোসেন নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওই ঘটনায় ১৮ আগষ্ট দশপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক ফকির নামে এক ব্যাক্তি ৪৮ জনের নামে এবং অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। ১সেপ্টেম্বর নিহত রিফাতের মা নিপা কুমিল্লার আদালতে ৫৫ জনের নামে আরেকটি মামলা করেন। মামলার আরজিতে নিপা উল্লেখ করেন যে, কতিপয় ব্যাক্তিরা আব্দুর রাজ্জাক ফকির নামে জনৈক ব্যাক্তিকে দিয়ে থানায় মামলা করিয়েছে। ওই ব্যাক্তির আমার সাথে কোন যোগাযোগ নেই, তাকে আমি চিনিও না।

চাঁদপুরে মিথ্যা মামলা- হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরে মিথ্যা মামলা- হামলা ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ছোটসুন্দর গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, অন্তঃসত্ত্বা পান্না বেগমসহ বাড়ির নিরীহ মানুষের উপর হামলা, ঘরবাড়ি ভাংচুর ও লুটের প্রতিবাদে মানববন্ধন করেছে ছোটসুন্দর এলাকাবাসী।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ইউনিয়নের ছোটসুন্দর এ. আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে আলগী রাজারহাট বাজার সড়কের পাশে নারী পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিচারের দাবি জানিয়ে প্রশাসনের নিকট অনুরোধ জানান এলাকাবাসী।

মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদকারীরা বলেন, আমাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে নিহত দুদু গাজীর পরিবারের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গত শনিবার সকালে বিদ্যুতের লোকজন আমাদের বসতঘরে মিটার সংযোগ দিতে আসলে নিহত দুদু গাজীর ছেলে মনির গাজী বাঁধা দিলে দুই পক্ষের মাঝে বাকবিতন্ডা তৈরি হয়। এর মাঝেই হঠাৎ করে প্রায় ১২০ ফুট দূরত্বে রাস্তার পাশে দুদু গাজী জোরে কথা বলার সময় মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উঠিয়ে পার্শ্ববর্তী একটি দোকানে নিয়ে বিছানায় রাখে। পরে অবস্থার অবনতি দেখে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

পরদিন বিকেলে নিহত দুদু গাজীকে মাটি দেয়ার পর তারা আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ঐদিন রাতে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও আমাদের জান মালের নিরাপত্তার কথা ভেবে আমাদের অনুরোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ২জন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।

গত সোমবার সকাল ৬টায় তারা চলে যাবার পর কবর জিয়ারতের কথা বলে বাড়ির ভিতরে ঢুকে মনির, রুবেল, মোহাব্বত, জুয়েল, হারুন, ভুলু, নানু, জাকির সহ প্রায় ৩০/৪০জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘরবাড়ি ভাংচুর ও লুটপাট করে আমাদের উপর হামলা চালান। আমরা তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম। তাদের হামলার আওয়াজ শুনে যে যেভাবে পারছি ঘর থেকে বের হয়েছি।

এ সময় মনির ও মতব্বত ৭ মাসের অন্তঃসত্বা পান্না বেগমকে চুল ধরে টেনে হিছড়ে লাথি কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তাকে আমরা মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করি। এ সময় চিৎকার শুনে পাশবর্তী লোকজন এসে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। গর্ভবতী পান্না বেগম হাসপাতালে মূমুর্ষ অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। ডাক্তারের সাথে কথা বলে জানা যায়, পেটে থাকা বাচ্ছার অবস্থা আশংকা জনক। আমরা সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

এর আগে উক্ত ঘটনায় গত রবিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী ঘটনাস্থল পরিদর্শন করেন।

দেবিদ্বারে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মোঃ জামাল উদিন দুলালঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধামতী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনের উপর বর্তমান ইউপি চেয়ারম্যানের ভাড়াটে সন্ত্রাসী দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার তীব্র নিন্দা এবং শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে ধামতী ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ অফিসের সামনে বিচারের দাবীতে এই মানববন্ধন করেছে ধামতী গ্রামের নারী সমাজ এবং এলাকাবাসী।

ভাড়াটে সন্ত্রাসী দিয়ে সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিনকে পরিকল্পিত হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের প্রতি তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন সালেহা বেগম, রাহিমা আক্তার , কুলছুম বেগম,মিনুয়ারা বেগমসহ এলাকার আরও অনেকে।

উল্লেখ্য, গত রবিবার চেয়ারম্যানের সন্ত্রাসী লোকজন দিয়ে হামলার শিকার হয় ১৩নং ধামতী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মোহাম্মদ জসিম উদ্দিন। তবে হামলা কারীদের ৩ জনসহ হামলায় ব্যবহৃত গাড়িটি আটক করায় তখন সাবেক চেয়ারম্যান মোঃ সাদেকুর রহমান সরকার এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রমিজ উদ্দিন ওই ঘটনায় উপযুক্ত বিচারের দায়িত্ব নেয় সাবেক ইউ পি সদস্য মোঃ তহিদ মিয়া, মহিলা মেম্বার রাশেদা বেগম, আওয়ামী লীগ সদস্য মোঃ সিরাজুল ইসলাম, নজরুল মাষ্টার।

তবে এঘটনায় বিচার না হওয়ায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন করে এবং ওই ঘটনায় জসিম উদ্দিন দেবিদ্বার থানায় একটি অভিযোগ করেন।